Raju Srivastava

জিম নয়, রাজু শ্রীবাস্তবের অকালমৃত্যুর কারণ খোলসা করলেন কৌতুকশিল্পীর মেয়ে

বাবার প্রয়াণের পর কেটে গেটে চার মাস। এ বার মুখ খুললেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের কন্যা অন্তরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:৫০
Share:

রাজু শ্রীবাস্তবের মৃত্য়ু নিয়ে মুখ খুললেন অভিনেতার মেয়ে অন্তরা। ছবি: সংগৃহীত

গত বছর ১০ অগস্ট আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বুকে ব্যথা শুরু হয় শিল্পীর। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজুকে। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। ২২ সেপ্টেম্বর প্রয়াত হন রাজু। তাঁর এই অকালমৃত্যুর কারণ হিসাবে অনেকেই রাজুর অতিরিক্ত শরীরচর্চাকেই দায়ী করেছেন। তবে বাবার প্রয়াণের প্রায় মাস চারেক পর মুখ খুললেন অভিনেতার কন্যা অন্তরা শ্রীবাস্তব। বাবার মৃত্যুর কারণ হিসেবে ‘শরীরচর্চা’কে দুষতে রাজি নন তিনি।

Advertisement

কয়েক মাস হয়েছে বাবাকে হারিয়েছেন অন্তরা। প্রথমে তো বিশ্বাসই করতে পারেননি বাবার মৃত্যুর খবর। তিনি বলেন, ‘‘প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ভেবেছিলাম কাকা প্রয়াত হয়েছেন। কিন্তু বাবার মৃত্যুটা আশা করিনি।’’ সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার মেয়ে বাবার সঙ্গে কাটানো শেষ মুহূর্তের স্মৃতি রোমন্থন করলেন। অন্তরা বলেন, ‘‘আসলে আমাদের শেষ দিন যে কোনটা, জীবন সেটা বুঝতে দেয় না। আমার জন্মদিনের পরেই নতুন শো-এর শুটিং শুরু করার কথা ছিল বাবার। জন্মদিনের দিন সবাই বেশ মজাও করেছিলাম। তার পর দিন দশেকের জন্য শহরের বাইরে যান বাবা। মা ফোন করে খবরটা দেন।’’

পাশপাশি রাজুর মৃ্ত্যুর জন্য তাঁর শারীরিক পরিস্থিতিকেই দায়ী করে অন্তরা বলেন, ‘‘আসলে যা ঘটেছে তা দুভার্গ্যজনক। এর জন্য বাবার জিমে যাওয়াটা দায়ী নয়। তাছাড়া বেশ কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থাও ভাল ছিল না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement