Hasan Minhaj

শাহরুখের দরজায় বেল দিয়েও সাড়া মেলেনি! ঢোকার রাস্তায় বসে পড়লেন আমেরিকার কৌতুকশিল্পী

পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুম্বইয়ে শাহরুখের বাড়ি ঘুরে যাবেন বলে ঠিক করেছিলেন হাসান মিনহাজ। কিন্তু দরজা খুললেন না কেউ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৯
Share:

অল্প সময়ের জন্য দেশে এসেও স্বভাবজাত রসিকতা করার সুযোগ ছাড়লেন না হাসান।

শাহরুখ খানের বাড়ি যাবেন ঠিক করে রেখেছিলেন আমেরিকার কৌতুকশিল্পী হাসান মিনহাজ। বেঙ্গালুরুতে পরিবারের সঙ্গে দেখা করে ফের মুম্বইয়ের উড়ান ধরেন। তার পর সোজা মন্নত। কিন্তু সেখানে পৌঁছে গেটের বাইরেই বসে রইলেন। শাহরুখকে ফোন করে পাননি, এমনটাই দাবি হাসানের। সেই মর্মে একটা মজাদার ছবি পোস্ট করলেন তিনি।

Advertisement

ছবিতে দেখা গেল জনপ্রিয় অভিনেতা বসে আছেন শাহরুখের বাংলোর বাইরে। ক্যাপশনে লেখা, ‘শাহরুখ পাত্তা দিলেন না।’ সে দেখে হাসির রোল নেটদুনিয়ায়। অল্প সময়ের জন্য দেশে এসেও স্বভাবজাত রসিকতা করার সুযোগ ছাড়লেন না হাসান।

নেটফ্লিক্স শো ‘প্যাট্রিয়ট’-এর জনপ্রিয় মুখ হাসান ক্যালিফোর্নিয়ার নাগরিক। জানান, দেশে এসেছেন অথচ শাহরুখের বাড়ি যাবেন না, তা কি হয়! সমুদ্রমুখী সেই প্রাসাদই যে বান্দ্রার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থল!

Advertisement

হাসানের সেই পোস্টে হাসির প্রতিক্রিয়া জানিয়ে নীচে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। তার মধ্যে এক জন লিখেছেন, ‘কী করে এত ফাঁকা পেলেন মন্নতের প্রবেশ পথ?’ তাতে আর এক জন লিখেছেন, ‘অলৌকিক ঘটনা ভাই!’ কয়েক জন আবার শাহরুখকে ট্যাগ করে হাসানকে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement