অস্কারের মঞ্চে ভারতীয়দের নিয়ে রসিকতা কোন্যানের। ছবি: রয়টার্স।
নজরে অস্কার ২০২৫। সঞ্চালক তথা কৌতুকাভিনেতা কোন্যান ও’ব্রায়ান আগেই জানিয়েছিলেন, কথার মাঝেমাঝে থাকবে নানা বিষয় নিয়ে মজার মন্তব্য। এ বারের অস্কারের মঞ্চে দাবানলে বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেসকে সম্মান জানানোর মধ্যেও রসিকতা করবেন বলে জানিয়ে দেন কোন্যান। এ-ও জানান, তাঁর বক্তব্যে থাকবে আমেরিকার রাজনীতিও। তবে ভারতের চলচ্চিত্রপ্রেমীদের নজর কাড়ল অন্য আর একটি বিষয়— কোন্যানের মুখে এ দিন শোনা গেল হিন্দি।
সারা বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে পৌঁছোনোর জন্য এই দিন কোন্যান হিন্দি, স্প্যানিশ ও ম্যান্ডারিন ভাষায় কথা বলেন। তাঁর বক্তব্যেও উঠে আসে ভারতের কথাও। ভারতের মানুষ প্রাতরাশ করতে করতে অস্কার দেখছেন, এমনও রসিকতা করে মন্তব্য করেন কোন্যান। তাঁর কথা শুনে শিল্পীদের মধ্যে হাসির রোল ওঠে।
অস্কারের মঞ্চ থেকে চিনের কাছে আর্থিক সাহায্যও চান কোন্যান। চিনের ছবিতে যাতে তাঁকে কাজ দেওয়া হয় এবং আর্থিক সাহায্য করা হয়, সেই আর্জি রাখেন কোন্যান। তবে পুরোটাই মজার ছলে।
চলতি বছরের অন্যতন চর্চিত ছবি ছিল ‘এমিলিয়া পেরেজ়’। ছবিতে রূপান্তরকামী অভিনেত্রী কার্লা সোফিয়াকে নিয়েও বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। তাঁকে নিয়েও মশকরা করতে ছাড়েননি কোন্যান।
উল্লেখ্য, অস্কারের সূচনাই হয় দাবানল- বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেসের প্রতি সমবেদনা, সহমর্মিতা জানিয়ে। এ বছরের শুরুতেই ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় হলিউডও। আরিয়ানা গ্রান্ডে একটি গান গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এ বার সেরা ছবির জন্য অস্কারে সম্মানিত হয়েছে ‘অ্যানোরা’। সন বেকার এই ছবির জন্যই সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। একই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিকি ম্যাডিসন। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য।