Anuja Loses Oscar

অস্কার মঞ্চে ভারতের হতাশা! কোন ছবির কাছে হেরে গেল প্রিয়াঙ্কা-গুণীতের ‘অনুজা’?

‘অনুজা’ ছবিটির পিছনে একা প্রিয়ঙ্কা চোপড়া নন, ছিলেন গত বছরের অস্কার জয়ী প্রযোজক গুণীত মোঙ্গা-সহ অন্যরা। তবু এ বছর জয়ীর তকমা পাওয়া হল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ০৯:৪৭
Share:
‘অনুজা’র অস্কার জয়ের স্বপ্ন অধরা।

‘অনুজা’র অস্কার জয়ের স্বপ্ন অধরা। ছবি: সংগৃহীত।

৯৭ তম অ্যাকাডেমি অ্যাওয়র্ডসের মঞ্চে নিষ্প্রভ ভারত। একটি ভারতীয় ছবিও পুরস্কার ঘরে তুলতে পারল না। প্রিয়ঙ্কা চোপড়া প্রযোজিত ‘অনুজা’ ছবিটি সেরা লাইভ-অ্যাকশন স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে মনোনীত হয়েছিল। আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। শেষ মুহূর্তে কল্পবিজ্ঞান ঘরানার ‘আই অ্যাম নট আ রোবট’ ছবিটির কাছে হেরে গেল। ‘অনুজা’-র নেপথ্যে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে তিনি একা নন, ছিলেন গত বছরের অস্কার জয়ী প্রযোজক গুণীত মোঙ্গা-সহ অন্যরা। তবু এ বছর জয়ীর মুকুট পাওয়া হল না।

Advertisement

চলতি বছর ভারত থেকে অস্কার জন্য আনুষ্ঠানিক ভাবে পাঠানো হয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিস’ ছবিটিকে। মূল প্রতিযোগিতায় ঢুকেই ছিটকে যায় এই ছবি। তবে ‘অনুজা’ নিয়ে আশার আলো দেখেছিলেন সকলে। সোমবার ভোরে সেই স্বপ্নের ইতি। অ্যাডাম জে গ্রেভস পরিচালিত, ২২ মিনিটের এই হিন্দি স্বল্প দৈর্ঘ্যের ছবিটি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা দুই বোনের জীবনের গল্প। ‘অনুজা’ ছবিতে অভিনয় করেছেন অনন্যা শানভাগ, সাজদা পাঠান এবং নাগেশ ভোঁসলে। ছবিটি অস্কারে মনোনীত হওয়ার পর পুরো বিষয়টি নিয়ে রোমাঞ্চিত প্রিয়ঙ্কা বলেছিলেন, ‘‘দর্শকদের কাছে অর্থপূর্ণ গল্প বলতে চাই আমরা। যা হৃদয়স্পর্শ করবে, সেটাই আমাদের অনুপ্রেরণার জায়গা। ‘অনুজা’কে এই প্রাপ্য স্বীকৃতি পেতে দেখে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement