North Sentinel Island

‘নিষিদ্ধ’ নর্থ সেন্টিনেল দ্বীপে গিয়ে জনজাতিদের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা! গ্রেফতার মার্কিন পর্যটক

ধৃত যুবকের নাম মিখাইল ভিক্টোরোভিচ পলিয়াকভ। ২৪ বছর বয়সি ওই যুবক আমেরিকার নাগরিক। অভিযোগ, সেন্টিনেলি জনজাতিদের দেখতে নর্থ সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন মিখাইল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৮:৫৪
Share:

ধৃত যুবক মিখাইল। ছবি: সংগৃহীত।

‘সভ্য’ জগতের থেকে লক্ষ যোজন দূরে, ভারত মহাসাগরের বুকে ‘নিষিদ্ধ’ এক দ্বীপ নর্থ সেন্টিনেল। সেখানে সেন্টিনেলি জনজাতির বাস। ভিন্‌দেশিদের দেখলেই বিষাক্ত তির কিংবা বর্শা ছোড়েন তাঁরা। এ হেন দ্বীপে যেতে গিয়ে গ্রেফতার হলেন মার্কিন পর্যটক। ওই ঘটনার পর থেকেই নানা মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা, সমাজমাধ্যমের তথাকথিত ‘ইনফ্লুয়েন্সার’দের চক্করেই কি বিপদ বাড়ছে জনজাতিদের?

Advertisement

সংবাদমাধ্যম বিবিসি সূত্রে খবর, ধৃত যুবকের নাম মিখাইল ভিক্টোরোভিচ পলিয়াকভ। ২৪ বছর বয়সি ওই যুবক আমেরিকার নাগরিক। অভিযোগ, সেন্টিনেলি জনজাতিদের দেখতে নর্থ সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন মিখাইল। সেখানে গিয়ে রিলও বানিয়েছিলেন তিনি। সেই ভিডিয়োতে নাকি সমুদ্রসৈকতে নরম পানীয় এবং নারকেলও খেতে দেখা গিয়েছে তাঁকে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। এর পরেই অনুমতি ছাড়া নিষিদ্ধ দ্বীপের ত্রিসীমানায় যাওয়ার জন্য গ্রেফতার হয়েছেন মিখাইল।

খবর প্রকাশ্যে আসতেই নানা মহলে শুরু হয়েছে সমালোচনা। সরব হয়েছে জনজাতিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘সার্ভাইভাল ইন্টারন্যাশনাল’ও। তাদের মতে, এই কাজ শুধু সংশ্লিষ্ট ব্যক্তির নিজের জীবনই নয়, পাশাপাশি সমগ্র জনজাতির নিরাপত্তাকেও বিপন্ন করে তুলেছে। এ বিষয়ে আমেরিকার তরফেও জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে।

Advertisement

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পুলিশের প্রধান এইচজিএস ধালিওয়াল সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘সম্প্রতি এক জন আমেরিকান নাগরিক গ্রেফতার হয়েছেন। তাঁকে স্থানীয় আদালতে হাজির করানোর পর জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর গো-প্রো ক্যামেরাটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।’’ উল্লেখ্য, সেন্টিনেলিরা শতকের পর শতক ধরে বহিরাগত ‘সভ্য’দের এড়িয়ে চলেছেন। আনুমানিক ২০০ জন এই জনজাতির অন্তর্ভুক্ত, তবে এর প্রকৃত সংখ্যা জানা কার্যত অসম্ভব। বহির্জগতের সঙ্গে পুরোপুরি সংযোগবিচ্ছিন্ন হওয়ায় তাঁদের শরীরে বাইরের পৃথিবীর নানা রোগব্যাধি প্রতিরোধের ক্ষমতাও তৈরি হয়নি। তাই বহিরাগতরা সেই দ্বীপে গেলে তা সেন্টিনেলিদের জন্যও অত্যন্ত বিপজ্জনক। সে জন্য নর্থ সেন্টিনেল দ্বীপের বাসিন্দাদের সুরক্ষার কথা মাথায় রেখেই দ্বীপের পাঁচ কিলোমিটার (তিন মাইল) দূরত্বের মধ্যে প্রবেশ নিষিদ্ধ।

প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বরে জন অ্যালেন চাউ নামে ২৭ বছর বয়সি আর এক মার্কিন পর্যটক এই দ্বীপে ঢুকতে গিয়েই সেন্টিনেলিদের হাতে নিহত হয়েছিলেন। সেন্টিনেলিদের ছোড়া বিষাক্ত তিরে মৃত্যু হয়েছিল তাঁর। সেই ঘটনার সাত বছরের মাথায় ফের চর্চায় বঙ্গোপসাগরের এই দ্বীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement