Shops Collapsed

আগরায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পর পর চারটি দোকান, ধ্বংসস্তূপের নীচে চলছে প্রাণের সন্ধান

শনিবার আগরার সিকান্দ্রা এলাকায় চারটি দোকানে সংস্কারের কাজ চলছিল। সেই সময় আচমকাই একসঙ্গে চারটি দোকান ভেঙে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৯:০৪
Share:

ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত।

পর পর চারটি দোকান ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। ধ্বংসস্তূপের তলায় ‌আটকে কয়েক জন। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত পাঁচ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারের কাজ চলছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার আগরার সিকান্দ্রা এলাকায় চারটি দোকানে সংস্কারের কাজ চলছিল। সেই সময় আচমকাই একসঙ্গে চারটি দোকান ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুলিশ এবং উদ্ধারকারী দলের সদস্যেরা ধ্বংসস্তূপের তলা থেকে আটকে থাকা মানুষদের টেনে বার করে আনছেন। ঘটনাস্থলে আনা হয়েছে জেসিবি। সেই জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল।

পুলিশের প্রাথমিক অনুমান, ধ্বংসস্তূপের নীচে সাত জন আটকে পড়েছিলেন। পরে পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও এখনও দু’জন আটকে। তাঁরা আদৌ বেঁচে আছেন কি না, সংশয়ে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুল্যান্স। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশকর্তাদের মতে, এখন তাঁদের প্রাথমিক কাজ উদ্ধারকাজ সম্পন্ন করা। তার পর দুর্ঘটনার কারণ খোঁজা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement