Coldplay concert

ফের হতাশ ভারতের ‘কোল্ডপ্লে’ প্রেমীরা! আমদাবাদের অনুষ্ঠানেও অব্যাহত টিকিটের হাহাকার

এর আগে মুম্বইয়ে তিনটি শো-এর টিকিট নিয়ে হাহাকার দেখেছিল গোটা দেশ। আমদাবাদের শো নিয়ে একই রকম হতাশা গ্রাস করল ভারতের ‘কোল্ডপ্লে’ প্রেমীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৪:৫৬
Share:

আগামী জানুয়ারিতে মুম্বই ও আমদাবাদে চারটি গানের অনুষ্ঠান করবে বৃটিশ রক ব্যান্ড ‘কোল্ড প্লে’। ছবি: সংগৃহীত।

ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’ আসছে ভারতে। আগামী বছরে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান চাক্ষুষ করতে দর্শক-শ্রোতার অভাব নেই এ দেশে। অভাব শুধু টিকিটের।

Advertisement

এর আগে মুম্বইয়ে তিনটি শোয়ের টিকিট নিয়ে হাহাকার দেখেছিল গোটা দেশ। এমনকি টিকিট পাননি বলিউডের নামী প্রযোজক-পরিচালক কর্ণ জোহরও। সে বিষয়ে নিজের হতাশার কথা প্রকাশ করেছিলেন সমাজমাধ্যমে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল চতুর্থ অনুষ্ঠানের ক্ষেত্রেও। শনিবার বেলা ১২টা থেকে অনলাইনে শুরু হয়েছিল আমদাবাদের অনুষ্ঠানের টিকিট বিক্রি। কিন্তু বুকিং শুরু হতেই লক্ষ জনের পিছনে লাইন দিতে হল আগ্রহীদের। ফলে একই রকম হতাশা গ্রাস করল ভারতের ‘কোল্ডপ্লে’ প্রেমীদের। সমাজমাধ্যম তাঁরা প্রকাশ করেছেন সেই হতাশার কথা। কেউ কেউ আবার ক্ষোভপ্রকাশও করেছেন টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে।

জানা গিয়েছে, আগামী ২৫ জানুয়ারি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি অনুষ্ঠান করবে এই বিখ্যাত ব্যান্ড। গত সেপ্টেম্বর মাসে তাদের তরফে ঘোষণা করা হয় আগামী বছর সারা বিশ্বজুড়ে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তারই অঙ্গ হিসাবে একাধিক অনুষ্ঠান হবে ভারতেও। গত মাসে মুম্বইয়ে তিনটি অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়। ১৮, ১৯ এবং ২১ জানুয়ারি ২০২৫-এর অনুষ্ঠানের জন্য শুরু হয় অনলাইন টিকিট বিক্রি। দু’দফায় টিকিট বিক্রি হলেও লক্ষ লক্ষ মানুষ টিকিট কাটতে পারেননি। এমনকি অনেকে দেখেছেন তাঁদের নাম রয়েছে ৮ লক্ষ মানুষের পিছনে। এ দিকে ওই অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, সেই ডিওয়াই পাতিল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র ৫৫ হাজার। এ বার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ‘কোল্ডপ্লে’-এর চতুর্থ অনুষ্ঠানটি হতে চলেছে। এই স্টেডিয়ামে অবশ্য ১ লক্ষ ৩২ হাজার দর্শক ঠাঁই পেতে পারেন। কিন্তু শনিবার টিকিট বুকিং শুরু হতেই ক্রেতারা দেখেন তাঁদের কারও কারও নাম রয়েছে সাড়ে তিন বা চার লক্ষে। এক নেটাগরিক সমাজমাধ্যমে লেখেন, “দু’টি নরেন্দ্র মোদী স্টেডিয়াম জুড়ে দিলেও আমাদের ঠাঁই হবে না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement