—ফাইল চিত্র।
করোনার ধাক্কায় বারবার বদলে গিয়েছে মুক্তির তারিখ। যদিও সিনেমা হলেই মুক্তি পাওয়ার কথা ক্রিস্টোফার নোলান পরিচালিত এসপিওনাজ ড্রামা ‘টেনেট’-এর। শোনা যাচ্ছে, চিনে এই ছবি মুক্তি পাবে ৪ সেপ্টেম্বর। সম্প্রতি একটি ভিডিয়ো বার্তায় চিনের দর্শকের উদ্দেশে কিছু কথা বলেছেন নোলান। তাঁর বক্তব্য, ‘‘আমি বরাবরই এপিক ইভেন্ট নিয়ে ছবি করি। ‘টেনেট’কেও যতটা বড় মাপের বানানো যায়, ততটাই করেছি। সিনেমার পাখায় ভর করে অন্য পৃথিবীতে পালিয়ে যেতে আমি ভালবাসি। এই ছবির অ্যাকশন চিনের দর্শকের ভাল লাগবে বলে আশা রাখছি।’’ করোনার প্রকোপ বাড়তেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে ‘চিনা ভাইরাস’ বলে বারবার কটাক্ষ করেছিলেন। ‘টিকটক’-সহ প্রায় ৫৯টি চিনা অ্যাপ ভারত নিষিদ্ধ করার পরে, আমেরিকাও ‘টিকটক’-এর ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এই পরিস্থিতিতে চিনের দর্শকের জন্য নোলানের বার্তা ইঙ্গিতপূর্ণ বটেই। প্রতিপক্ষের সঙ্গে সদ্ভাব বজায় রাখার কূটনীতি নয় তো?