Shraddha Kapoor

মুক্তি পেল ‘সাহো’র ট্রেলার, ২৪ ঘণ্টায় ভিউ ছাড়াল ২ কোটি!

বলিউডের ‘মিষ্টি মেয়ের’ খোলস ছেড়ে বেরিয়ে এ ছবিতে শ্রদ্ধা কপূরকেও দেখা যাচ্ছে পুরোদস্তুর ফাইট সিকোয়েন্সে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের এসিপি, অমৃতা নাইয়ারের ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কপূর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ১৫:০৩
Share:

এক ঝাঁক তারকায় ভরা 'সাহো'-র ট্রেলার।

ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালে।বাজেট ধরা হয়েছিল প্রায় ৩০০ কোটি টাকা। অস্ট্রেলিয়া, হায়দরাবাদ, দুবাই, রোমানিয়া এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে শুটিং হয়েছিল এই ছবির। সেই বাজেটও নাকি ছাপিয়ে গিয়েছে। অবশেষে শনিবার মুক্তি পেল প্রভাস-শ্রদ্ধা কপূর অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি ‘সাহো’-র ট্রেলার। ইতিমধ্যেই প্রায় ২ কোটিও বেশি ইউজারইউটিউবে ট্রেলারটি দেখে ফেলেছেন।

Advertisement

ভরপুর উত্তেজনা, অ্যাকশন সিকোয়েন্সের ছড়াছড়ি, ভিএফএক্সের বিপুল ব্যবহার সব মিলিয়ে‘সাহো’-র ট্রেলারটি যে মুক্তির পরে সহজেই নেটিজেনদের মন জিতে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক সুজিত। ‘বাহুবলী’ খ্যাত প্রভাস ছাড়াও এই ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, নীল নিতেন মুকেশ প্রমুখ অভিনেতাদের। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে শঙ্কর, এহসান এবং লয়।

আরও পড়ুন-লাগাতার হুমকি! ‘নতুন ভারতকে স্বাগত’ জানিয়ে টুইটার ছাড়লেন অনুরাগ

Advertisement

আরও পড়ুন-টানা ৩১ সপ্তাহ টিআরপি তালিকার শীর্ষে কালো মেয়ের আখ্যান ‘কৃষ্ণকলি’

শুধু প্রভাসই নন। বলিউডের ‘মিষ্টি মেয়ের’ খোলস ছেড়ে বেরিয়ে এ ছবিতে শ্রদ্ধা কপূরকেও দেখা যাচ্ছে পুরোদস্তুর ফাইট সিকোয়েন্সে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের এসিপি, অমৃতা নাইয়ারের ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কপূর।

দেখুন ট্রেলার

হলিউডের ‘দ্য লাস্ট সামুরাই’, ‘হেলবয় টু’ খ্যাত স্টান্ট পরিচালক পেং ঝাং এই ছবিরও স্টান্ট দৃশ্য পরিচালনা করেছেন। তবে রোমান্টিক সিনেপ্রেমীরাও হতাশ হবেন না। শুধু মারামারি নয়, হাতে হাত ধরে, তথাকথিত বলিউডি কায়দায় রোম্যান্স করতেও দেখা গিয়েছে শ্রদ্ধা-প্রভাস-কে। সব কিছু ঠিকঠাক থাকলে ৩০ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement