আজ শেষ দাদাগিরি, মন খারাপ চেপে রাখতে জানেন সৌরভ

আরও একটা সিজন শেষ। সৌরভ বিষণ্ণ? অল্প মনখারাপ ছিলই। দক্ষ অভিনেতার মতো লুকিয়েছেন তাকেও। পজিটিভ এনার্জি ছড়িয়ে উত্তেজনায় তাতিয়েছেন সবাইকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫৯
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি- ইনস্টাগ্রাম।

শেষ ‘দাদাগিরি সিজন ৮’। আসছে বছর আবার হবে, এই আশা দিয়ে। সব ভাল যার, শেষটাও যাতে অতি ভাল হয় সে জন্য আয়োজনের ত্রুটি রাখেনি জি বাংলা। চোখ ধাঁধাঁনো সেট। ১৩ সেপ্টেম্বরের রাত ৮টার গ্র্যান্ড ফিনালে ‘তারায় তারায় খচিত’। গানের আসরে থাকবেন চন্দ্রবিন্দু, সোমলতা আচার্য, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, ‘ব্যান্ডেজ’ ব্যান্ড এবং মীর। থাকবে আড্ডাও। প্রতি পর্বের বিজয়ী জেলা, প্রতিযোগীরা তো বটেই, বিশেষ আড্ডায় ‘মহারাজ’-কে সঙ্গ দেবেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, সোনালী চৌধুরী, মনামী ঘোষ, ইমন চক্রবর্তীর মতো তারকা। মনামী মানেই নাচ, কাঞ্চন-বিশ্বনাথ এক হলেই হাসির ফোয়ারা। প্রতিযোগিতার সঙ্গে বিনোদনের প্যাকেজ এই সিজনের স্পেশালিটি।

Advertisement

ফিনালে উঠে আসা পাঁচ জেলার প্রতিনিধিদেরও সেলেবরা আড্ডার ফাঁকে প্রতিযোগিতায় জিততে সাহায্য করবেন। এ সবের ঝলক প্রোমোতেই মিলেছে। সিজন শেষের অনুষ্ঠানের আগে সবার সব কৌতূহল শুধু ‘দাদা’কে ঘিরে। আনন্দবাজার ডিজিটালকে চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্র্যান্ড ফিনালের অন্দরমহলের কাহিনি। রাজসিক আয়োজনে কেমন সাজবেন ‘মহারাজ’? অনুষ্ঠানে দাদার পরনে সাদা ওয়েস্ট কোটের নীচে স্টিল শার্ট। উপরে জেড ব্ল্যাক ব্লেজার। ফর্মাল পোশাক দাদা নিজেই বেছেছেন। টিম আপ করে দেখেছেন, মানাচ্ছে কি না। তারপর গ্রিন সিগনাল দিয়েছেন। আবার ওয়েস্ট কোট ছাড়া সাদা শার্টেও ঝকঝকে তিনি।

দেখে নিন গ্র্যান্ড ফিনালের কিছু মুহূর্ত

Advertisement

থাকবেন দাদা এবং বাঙালি বিনোদন জগতের আরো অনেক তারকারা. #Dadagiri #GrandFinale আজকে শুধুমাত্র #ZEE5-এ. @souravganguly @sourav_ganguly_fanpage @sourav_ganguly_dada #Bangla #QuizShow

A post shared by ZEE5 Asia Pacific (@zee5apac) on

আরও একটা সিজন শেষ। সৌরভ বিষণ্ণ? অল্প মনখারাপ ছিলই। দক্ষ অভিনেতার মতো লুকিয়েছেন তাকেও। পজিটিভ এনার্জি ছড়িয়ে উত্তেজনায় তাতিয়েছেন সবাইকে। যাতে শেষ দিনেও সেরা পারফরম্যান্স বেরিয়ে আসে। পুরনো স্মৃতি ঝালিয়ে নিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি ভোলেননি কিছুই। ভোলেন না কাউকে। এ ভাবেই নিজের টিমকেও চিয়ার আপ করতেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সেই জোশ নাকি একদিনও সেটের কাউকে দেখাননি মহারাজ, বক্তব্য চ্যানেলের। ভীষণ অমায়িক। জোরে কথা বলতে শোনেননি চা-জল দেওয়া স্পট বয়ও। দাদার কোনও ট্যানট্রাম নেই। সবার সঙ্গে মিলেমিশে হইচই করে কাজ করতেন।

আরও পড়ুন- ভয় উড়িয়েই শুটিং বেলপাহাড়িতে

আর সূক্ষ্ম কৌতুক? নিশ্চয়ই চিত্রনাট্যের দাবি মেনে? একেবারেই নয়, দাবি কর্তৃপক্ষের। সৌরভের সেন্স অফ হিউমার অসাধারণ। পাঁচ মিনিট ওঁর সঙ্গে থাকলেই টের পাওয়া যায়। সে গুলোই ফাঁক বুঝে গুঁজে দিতেন সংলাপে। আট থেকে আশি তাতেই কাত। এই ‘দাদা’-ই রিয়েলিটি শো-এর আগে কত মুখচোরা ছিলেন! তখনও যে ‘দাদাগিরি’র সেটে আসেননি! সামান্য গর্ব জি বাংলার? একটা করে সিজন গিয়েছে, দাদা ধারাল হয়েছেন। দর্শকেরা অনুভব করেছেন। সেটও তার সাক্ষী। অসীম ধৈর্যে এই পরীক্ষাতেও ‘জামা খুলে ঘোরানো’র মতোই ‘দাদাগিরি’ তাঁর। চলতি সিজনের ট্যাগলাইন ছিল ‘দিন বদলের দাদাগিরি’। অতিমারির গন্ধ আগাম পেয়েছিল চ্যানেল? কর্ণধারের উইটি উত্তর, এই না হলে দাদাগিরি! পরে সংযোজন, এমন অনেক মানুষ আছেন তাঁরা নিজেদের অঞ্চলকে নিজের পরিশ্রমে কী করে বদলে দেন টের পান না কেউ। তাঁদের অনেকেই এই মঞ্চে এসেছেন। কুর্নিশ জানাতে এই ট্যাগলাইন তাঁদের জন্য। ‘নিউ নর্মাল’ যে সিজন ৮ চালু করবে কে জানত! পরে শো-এ দাদাও স্বীকার করেছেন।

আরও পড়ুন- সাংবাদিককে ফোন করে কটূক্তি থেকে নায়িকাদের অপমান, বিতর্কের আরেক নাম কপিল শর্মা

ভারতীয় প্রাক্তন অধিনায়ক সামনে দাঁড়িয়ে। প্রতিযোগীরা হকচকিয়ে যেতেন? সেট সাক্ষী, দাদা কোনও দিন কাউকে বুঝতে দেননি, তিনি প্রাক্তন অধিনায়ক বা বিসিসিআই প্রেসিডেন্ট। শো-এর সময় তিনি পাশের বাড়ির ছেলে। বাচ্চা-বুড়োর ‘দাদা’!

সৌরভ বিষণ্ণতা লুকিয়েছেন পারফরম্যান্সের খাতিরে। দর্শকেরা কিন্তু সোশ্যালে উপুড় করে দিয়েছেন তাঁদের মন। সেখানে হতাশা, দাদাকে না দেখতে পাওয়ার অনুযোগ আর এক বছরের প্রতীক্ষা। সেট কিন্তু ফাঁকা পড়ে নেই! ‘দাদাগিরি’র বদলে ‘সারেগামাপা’-র নতুন সিজনের আয়োজন চলছে জোর কদমে। যেখানে ‘সোনাদা’ আবির চট্টোপাধ্যায় ‘দাদাগিরি’ দেখাবেন এই প্রথম! সঞ্চালক হিসেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement