Kangana Ranaut

কঙ্গনার নিরাপত্তায় কটাক্ষ

অনেক বিতর্কের মধ্যে এ নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি নেটিজ়েনরা। তার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৩
Share:

কঙ্গনা

মোট ১১ জন সিআরপিএফ জওয়ান হাজির থাকবেন এর পর থেকে, কঙ্গনা রানাউতকে প্রোটেকশন দেওয়ার জন্য। শিবসেনা নেতৃত্বের সঙ্গে বাক্বিতণ্ডা ও হুমকির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রের কাছে ওয়াই প্লাস সিকিয়োরিটির আবেদন করেছিলেন কঙ্গনা, যা কেন্দ্রের অনুমোদনে পেয়েও গিয়েছেন তিনি। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানিয়েছেন নায়িকা। তাঁকে ঘিরে আরও অনেক বিতর্কের মধ্যে এ নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি নেটিজ়েনরা। তার মধ্যে রয়েছেন স্বরা ভাস্কর কিংবা কুবরা সৈতের মতো বলিউড তারকারাও। সম্প্রতি টুইটারে কঙ্গনার প্রোফাইল থেকে ‘ব্লক’ হওয়া কুব্রা তাঁর ওয়াই প্লাস সিকিয়োরিটি পাওয়ার প্রসঙ্গে লিখেছেন, ‘‘শুধু জিজ্ঞেস করতে চাই, এতে কি আমার ট্যাক্সের টাকাও ব্যয় হচ্ছে?’’ অন্য দিকে, জনৈক ব্যক্তি টুইটারে স্বরাকে উদ্দেশ্য করে লেখেন, যদি হুমকি বা আক্রমণের আশঙ্কায় কোনও অভিনেত্রীকে নিরাপত্তা দেওয়ার সত্যিই দরকার থাকে, তা হলে সে প্রয়োজন সবচেয়ে বেশি স্বরা ভাস্করের। এর জবাবে স্বরা লেখেন, ‘‘ধন্যবাদ কিন্তু না, তার দরকার নেই। আমি বরং চাইব ট্যাক্সপেয়ারদের টাকা সত্যিকারের উন্নতিতে খরচ করা হোক... যেমন, অপুষ্টি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement