Ditipriya Roy

দিতিপ্রিয়া হয়ে উঠলেন মাধুরী দীক্ষিত? জোর কদমে অনুশীলন করছেন ‘ধকধক গার্ল’-এর নাচ!

নেট মাধ্যমে সদ্য শেয়ার হওয়া ভিডিয়ো বলছে, শুধুই সেজেই থেমে থাকেননি দিতিপ্রিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ২০:০১
Share:

দিতিপ্রিয়া রায়।

তাঁর মতোই চুল বেঁধেছেন। শাড়ির রঙও এক। টিকলি, কাঁধ ছোঁয়া দুল, চওড়া হার, হাত ভর্তি চুড়ি বলছে, যেন নব্বইয়ের দশকের মাধুরী দীক্ষিতের ছায়া হয়ে উঠেছেন দিতিপ্রিয়া রায়। ওই সময় মুক্তি পেয়েছিল সূরজ বরজাতিয়ার ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’। সেই ছবির বিখ্যাত গান ‘দিদি তেরা দেওয়র দিওয়ানা’য় ঠিক এই সাজেই অসংখ্য পুরুষের রাতের ঘুম কেড়েছিলেন ‘ধকধক গার্ল’।

Advertisement

সেই সাজে ‘রানিমা’ সেজেছেন কেন? নেট মাধ্যমে সদ্য শেয়ার হওয়া ভিডিয়ো বলছে, শুধুই সেজেই থেমে থাকেননি দিতিপ্রিয়া। জোর কদমে নাচের অনুশীলনও করছেন তাঁরই কাছাকাছি বয়সের এক ঝাঁক মেয়েদের নিয়ে। যদিও পুরো ঘটনা নিমেষে পরিষ্কার দিতিপ্রিয়া মুখ খুলতেই। তিনি জানিয়েছেন, ‘জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার নাচ দেখতে পাবেন। কিছুক্ষণের মধ্যেই শ্যুট শুরু হবে। তারই প্রস্তুতি চলছে। আমিও এই ফাঁকে পুরোটা ঝালিয়ে নিচ্ছি। আসলে, বড্ড নার্ভাস লাগছে।’

কোন গানের সঙ্গে নাচছেন? সে কথা আগাম ফাঁস করলে মজাটাই মাটি। তাই মুখে কুলুপ দিতিপ্রিয়ার। তবে জি বাংলার আগামী অনুষ্ঠানের নেপথ্য কাহিনী বলছে, সবুজ লেহেঙ্গায় ঢেউ তুলে অনুশীলনে ব্যস্ত ‘রানিমা’ অনুষ্ঠানের মঞ্চে যে ঝড় তুলবেন সে কথা বলাই বাহুল্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement