আন্দ্রে ব্রউয়র। ছবি: সংগৃহীত।
প্রয়াত অভিনেতা আন্দ্রে ব্রউয়র। ৬১ বছর বয়সে জীবনাবসান হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার। আন্দ্রের প্রচার-সহায়ক জেনিফার অ্যালেন অভিনেতার প্রয়াণের খবর জানান। খবর, স্বাভাবিক মৃত্যুই হয়েছে অভিনেতার। তবে আন্দ্রের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর স্ত্রী ও তিন সন্তান-সহ তাঁর অনুরাগীরা।
৯০-এর দশক থেকে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ আন্দ্রের। টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও পাল্লা দিয়ে কাজ করেছেন তিনি। তবে বড় পর্দার তুলনায় টেলিভিশনেই বেশি সাফল্য অর্জন করেছিলেন আন্দ্রে। ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’, ‘হ্যাক’, ‘মেন অফ আ সার্টেন এজ’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। পাশাপাশি অভিনয় করেছেন ‘সিটি অফ এঞ্জেল’, ‘পসাইডন’, ‘প্যাসেঞ্জার্স’-এর মতো ছবিতেও। তবে অ্যান্ডি স্যামবার্গ অভিনীত ‘ব্রুকলিন নাইন-নাইন’ সিটকমের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছন আন্দ্রে। আটটি সিজ়নে সাজানো ওই সিরিজ়ে ক্যাপটেন রেমন্ড হোল্টের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘ব্রুকলিন নাইন-নাইন’-এ ডিটেকটিভ জেক পেরাল্টার চরিত্রের সঙ্গে তাঁর অভিনীত চরিত্র ক্যাপটেন হোল্টের সমীকরণ মন ছুঁয়েছিল অনুরাগীদের। ‘ব্রুকলিন নাইন-নাইন’ সিরিজ়ে নিজের অভিনয়ের জন্য ‘ক্রিটিক্স চয়েস টেলিভিশন অ্যাওয়ার্ড’ জিতেছিলেন আন্দ্রে। অর্জন করেছিলেন ‘প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড’-এর মনোনয়নও।
শুধু দুরন্ত অভিনয়েই থামেননি আন্দ্রে। পরিচালনার বৃত্তেও পা রেখেছিলেন তিনি। ‘লভ সংস’-এর মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ‘শি সেড’ ছবিতে। হার্ভে ওয়াইনস্টেইনের যৌন হেনস্থা সংক্রান্ত বিতর্কের উপর ভিত্তি করে তৈরি ওই ছবি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে প্রশংসিত হয়েছিল আন্দ্রের কাজ। প্রয়াণের আগে ‘দ্য রেসিডেন্স’ নামক একটি টেলিভিশন সিরিজ়ে কাজ করেন অভিনেতা। অবশ্য এখনও প্রকাশিত হয়নি সেই সিরিজ় মুক্তির তারিখ।