ব্র্যাড
এই নিয়ে পরপর দু’বার সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন ব্র্যাড পিট। কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম... ইন হলিউড’-এর জন্য তিনি গোল্ডেন গ্লোবও পেয়েছেন। এ বার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড পেলেন ব্র্যাড। রবিবার রাতে ২৫তম ক্রিটিকস চয়েস অনুষ্ঠিত হল। ‘ওয়ান্স আপন আ টাইম... ইন হলিউড’ সেরা ছবিও পেয়েছে। তার সঙ্গে অরিজিন্যাল স্ক্রিনপ্লে, প্রোডাকশন ডিজ়াইনের পুরস্কারও পেয়েছে। তবে সেরা পরিচালক বিভাগে টারান্টিনো হেরে গিয়েছেন যুগ্ম বিজয়ী বং জুন-হো (প্যারাসাইট) এবং স্যাম মেন্ডিসের (নাইন্টিন সেভেন্টিন) কাছে। সেরা বিদেশি ছবিও ‘প্যারাসাইট’।
গোল্ডেন গ্লোবের মতোই এখানে সেরা অভিনেতা হয়েছেন ওয়াকিন ফিনিক্স (জোকার), সেরা অভিনেত্রী রেনে জ়েলওয়েগার (জুডি), সেরা সহ-অভিনেত্রী লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)। অঁসম্বল অ্যাক্টিংয়ের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে মার্টিন স্করসেসির ‘দি আইরিশম্যান’।
টেলিভিশনের জন্য সেরা ড্রামা সিরিজ় হয়েছে ‘সাকসেশন’, কমেডি সিরিজ় ‘ফ্লিব্যাগ’। লাইফটাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন এডি মার্ফি।