Diwali 2022

অগ্রিম বুকিংয়ে টিমটিম করছে ‘রাম সেতু’, ‘থ্যাঙ্ক গড’! দীপাবলির জোড়া রোশনাই আশঙ্কার মুখে?

অগ্রিম বুকিং নামমাত্র। ‘থ্যাঙ্ক গড’ বা ‘রাম সেতু’ নিয়ে কারও বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে না এখনও অবধি। ফের মুষড়ে পড়ার মতো পরিস্থিতি বলিউডে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৮:১৫
Share:

অগ্রিম টিকিট বুকিংয়ে ‘রাম সেতু’ আর ‘থ্যাঙ্ক গড’ নিয়ে দর্শকের মধ্যে কোনও উন্মাদনা দেখতে পাওয়া যাচ্ছে না। ছবি- সংগৃহীত।

দিওয়ালির মরসুমে জোড়া ছবি মুক্তি পাবে ২৫ অক্টোবর। ‘রাম সেতু’ আর ‘থ্যাঙ্ক গড’ নিয়ে মুখোমুখি হতে চলেছেন অক্ষয় কুমার আর অজয় দেবগন। কিন্তু আগে থেকে দর্শকের মধ্যে কোনও উন্মাদনা দেখতে পাওয়া যাচ্ছে না। অগ্রিম টিকিট বুকিংয়ের হার এতই কম যে, আশঙ্কা বাড়ছে।

Advertisement

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে অর্ধেকের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। একই চিত্র দেখা গিয়েছিল মণি রত্নমের ছবি ‘পোন্নিয়িন সেলভান’-এর ক্ষেত্রেও। কিন্তু মাল্টিপ্লেক্সগুলির অনলাইন বুকিং শুরু হলেও সিঙ্গল স্ক্রিন বা এক পর্দার প্রেক্ষাগৃহে সেই সুবিধা নেই। তা ছাড়া মোটের উপর ‘থ্যাঙ্ক গড’ বা ‘রাম সেতু’ নিয়ে কারও বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে না এখনও অবধি। এ কি মুষড়ে পড়ার মতো পরিস্থিতি?

ইন্ডাস্ট্রির একাংশের মত, “বেশির ভাগ বলিউড ছবির ভাগ্য এমনই। ডিস্ট্রিবিউটররা এক পর্দার প্রেক্ষাগৃহগুলিকে প্রাধান্য দিতে চাইছেন না। এতে পুরনো প্রেক্ষাগৃহগুলিও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই ক্ষতি হচ্ছে সিনেমার।”

Advertisement

হল মালিকদের মতে, আপাত ভাবে ‘থ্যাঙ্ক গড’-এর তুলনায় ‘রাম সেতু’ নিয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। কিন্তু মরাঠা মন্দিরের মতো প্রেক্ষাগৃহে দুটো ছবিই যাতে মুক্তি পায় সে ব্যবস্থা চলছে। দুটি ছবিই অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে পিছিয়ে পড়ায় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা খুব বেশি লাভের আশা দেখছেন না। আন্দাজ অনুযায়ী প্রথম দিনে ছবি দুটি ১০ কোটি টাকার কমই ব্যবসা করবে বলে ধরে নিচ্ছেন তাঁরা।

‘সূর্যবংশী’র পর ইতিমধ্যে আর কোনও সফল ছবি উপহার দিতে পারেননি অক্ষয়। ‘বচ্চন পণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ও দর্শকমনে তেমন প্রভাব ফেলতে পারেনি। গড়পড়তা ব্যবসা করে নির্মাতাদের প্রচুর লোকসানের মুখে ফেলেছে অক্ষয়ের শেষ কয়েকটি ছবি। এ দিকে ‘রাম সেতু’ও মুক্তির আগে প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছে। ঝলক দেখে অনেকেই বলেছেন, দুর্বল ভিএফএক্স। হলিউড ছবির দৃশ্য টুকে বানানো, এমন কথাও উঠেছে।

সে দিক থেকে অজয় অনেকগুলি বড় বাজেটের ছবিতে কাজ করেছেন। তাঁর অভিনীত ‘আরআরআর’, ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ বিপুল জনপ্রিয় হয়েছিল। যদিও ‘রানওয়ে ৩৪’ প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেনি। পরবর্তী কাজ ‘দৃশ্যম ২’-এর ঝলকে কী অপেক্ষা করে রয়েছে, তা নিয়েও তিনি জল্পনায় মশগুল রেখেছেন দর্শককে। সেই পরিসংখ্যান দেখে অনেকে মনে করছেন, অজয়ের কোর্টেই বল ঢুকতে পারে এ বার। তবে বক্স অফিসের বিচারে উল্টোটা হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement