The Crown

কেমন হতে চলেছে ‘দ্য ক্রাউন’ ওয়েব সিরিজ়ের আসন্ন সিজ়ন, জানালেন নির্মাতারা

সত্য ঘটনা অবলম্বনে তৈরি হলেও ‘দ্য ক্রাউন’ ওয়েব সিরিজ়ের পঞ্চম পর্ব কল্পনা এবং ড্রামায় পরিপূর্ণ হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৬:৪২
Share:

কী কী দেখানো হবে এই সিজ়নে? —ফাইল চিত্র

চলতি বছরের নভেম্বর মাসের শুরুতেই মুক্তি পেতে চলেছে ‘দ্য ক্রাউন’ ওয়েব সিরিজ়ের পঞ্চম সিজ়ন। সম্প্রতি এই সিজ়নের ট্রেলার মুক্তি পেয়েছে। চতুর্থ সিজ়ন যে পর্যায়ে শেষ হয়েছিল, তার পর থেকে দর্শক মহল পরবর্তী সিজ়ন মুক্তির জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ট্রেলার মুক্তির পর যেন আর তর সইছে না দর্শকের।

Advertisement

পঞ্চম সিজ়ন কেমন হবে তা নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন নির্মাতারা। ট্রেলার মুক্তির সঙ্গে নির্মাতারা জানিয়েছেন, এই সিজ়নটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হলেও তা রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনের কাহিনির সঙ্গে কল্পনা এবং ড্রামার মেলবন্ধনে বানানো হয়েছে। রানির জীবনে যা রাজনৈতিক ঘটনা এবং ব্যক্তিগত টানা-পোড়েন চলেছে, তা পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

রাজপরিবারের উপর এই ঘটনাগুলির কী প্রভাব পড়েছিল, তা ছা়ড়াও যুবরাজ চার্লস এবং ডায়নার অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হয়েছে এই সিজ়নে। ৯ নভেম্বর নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই সিরিজ়টি।

Advertisement

নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, ইতিহাসবিদ, লেখক এবং সাংবাদিকদের কাছ থেকে যে নথিপত্র পাওয়া গিয়েছে, তার উপর ভিত্তি করে রাজপরিবারের কাহিনি পর্দায় তুলে ধরা হয়েছে। ব্রিটেনের ইতিহাসের ঘটনাগুলি রাজপরিবারের সদস্যদের জীবনে কী ভাবে প্রভাব ফেলেছিল, তাও দেখানোর চেষ্টা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement