Kareena Kapoor Khan

ঘর হতে শুধু দুই পা ফেলিয়া...

প্রায় ৮০ দিন পরে সকালের দৌড়ে তিনি মুক্তির স্বাদ তো পেয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০০:২৬
Share:

করিনা-সেফ-তৈমুর

আনলক ফেজ় ওয়ান শুরু হতেই মেরিন ড্রাইভে মুম্বইবাসীদের ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারকারাও পিছিয়ে নেই। দিন তিনেক আগেই নেহা ধুপিয়া দৌড়তে বেরিয়েছিলেন সকালে। সেই ছবি পোস্ট করে লিখেছেন যে, রাস্তায় বেরিয়ে একই সঙ্গে ভয় ও মুক্তির স্বাদ পেয়েছেন। বাড়ি থেকে কাছাকাছি রাস্তায় দৌড়তে বেরিয়ে পুরনো ফলওয়ালা, মর্নিং ওয়াক করতে আসা পরিচিত মুখগুলিকে দেখতে পেয়ে ভাল লেগেছে। আবার সকালের তরতাজা বাতাস ভরে নিয়েছেন ফুসফুসে। প্রায় ৮০ দিন পরে সকালের দৌড়ে তিনি মুক্তির স্বাদ তো পেয়েছেন। কিন্তু একই সঙ্গে অনেকের মুখে মাস্ক না দেখে ভয়ও পেয়েছেন। তাঁদের মাস্ক পরার জন্য সচেতনও করেছেন নেহা। সম্প্রতি আবার তৈমুরকে সঙ্গে নিয়ে করিনা কপূর খান ও সেফ আলি খান মেরিন ড্রাইভে ঘুরতে গিয়েছিলেন। বাড়ি থেকে বেরোনোর সময়ে তাঁদের মুখে মাস্ক না থাকলেও সমুদ্রের ধারে গিয়ে তা পরে নেন। তবে মাস্ক ছিল না ছোট্ট তৈমুরের মুখে। সমুদ্রের ধারে তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে, ছোট বাচ্চাকে নিয়ে বেরোনো বারণ বলে একজন তাঁদের সচেতন করছেন। এর কিছু ক্ষণ পরেই তাঁরা বাড়ি ফিরে যান। যেখানে তারকারাই সচেতনতার বার্তা দিচ্ছেন, সেখানে নিজেদের এহেন অসতর্ক আচরণে সেফ-করিনা ট্রোলড হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement