Bollywood

খুদের হাতে

খুদে দুই হাতে মায়ের চুলের পরিচর্যা করেছে ছোট্ট মিশা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০২০ ০০:২৭
Share:

টুইঙ্কল; মীরা-মিশা

শিশুরা মায়েদের মতো করে সাজতে চায়। আবার মায়েদের সাজাতেও চায়। এমন গল্প ঘরে ঘরে। আর বাবা-মা সেলেব্রিটি হলেও তাঁদের সন্তানরা স্বাভাবিক নিয়মেই আর পাঁচটা শিশুর সমমনস্ক হবে। তেমনটাই হয়েছে অনেক তারকার বাড়িতে। অক্ষয়কুমার এবং টুইঙ্কল খন্নার সাত বছরের মেয়ে নিতারা। তার আবদার ছিল, মাকে সুন্দর করে সাজিয়ে দিতে চায় সে। লেখিকা টুইঙ্কল মেয়ের সে আবদারে বাধা দেননি। চওড়া ভ্রু, চিকবোনে ব্লাশার... নিতারা মাকে সাজিয়েছে প্রাণভরে। টুইঙ্কলও সে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে নিজের মেকআপ আর্টিস্টকে ট্যাগ করে লিখেছেন, ‘‘এ বার তোমার প্রতিযোগী এল বলে!’’

Advertisement

খুদে দুই হাতে মায়ের চুলের পরিচর্যা করেছে ছোট্ট মিশা। শাহিদ কপূর ও মীরা রাজপুতের মেয়ের বয়স মাত্র তিন! তা হলে কী হবে, মায়ের চুল আঁচড়ে দিতে দিব্যি পটু সে। আর মা মীরাও বেশ খুশি এ হেন হেয়ারড্রেসার পেয়ে। ক’দিন আগেই লস অ্যাঞ্জেলেসে প্রিয়ঙ্কা চোপড়ার মেকআপ করেছিল তাঁর খুদে ভাইঝি স্কাই কৃষ্ণা। স্কাইয়ের হাতে নায়িকার প্রিন্সেস মেকওভার রীতিমতো ভাইরাল হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement