Priyanka Chopra

‘আমি বলেছিলাম বলেই ও রাজি হয়’, মেয়ে প্রিয়ঙ্কার কোন বিষয়ে মুখ খুললেন মা মধু চোপড়া

তামিল ছবি ‘থামিজ়হান’-এ বিজয়ের বিপরীতে তাঁর প্রথম অভিনয়। কিন্তু প্রিয়ঙ্কা কি প্রথম ছবির প্রস্তাব পেয়ে তখন খুশি হননি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৪ ১৪:৩৫
Share:

প্রিয়ঙ্কা চোপড়া ও মধু চোপড়া। ছবি-সংগৃহীত।

বর্তমানে বলিউড থেকে হলিউড অবধি তাঁর খ্যাতি। কিন্তু এক সময়ে প্রথম ছবির প্রস্তাব পেয়ে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। ২০০২ সালে অভিনয়ের সফর শুরু প্রিয়ঙ্কার। তামিল ছবি ‘থামিজ়হান’-এ বিজয়ের বিপরীতে তাঁর প্রথম অভিনয়। কিন্তু প্রিয়ঙ্কা কি প্রথম ছবির প্রস্তাব পেয়ে তখন খুশি হননি? সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর মা মধু চোপড়া।

Advertisement

প্রিয়ঙ্কার প্রথম ছবির বিষয় নিয়ে মধু চোপড়া সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানান, ‘‘প্রিয়ঙ্কা ছবিতে অভিনয় করতে চাননি। এক জনের মাধ্যমে দক্ষিণ ভারতের ছবি থেকে প্রস্তাব পায়। আমি যখন ওকে ছবির প্রস্তাবের কথা বলেছিলাম, ও কেঁদে ফেলেছিল।’’ প্রিয়ঙ্কা নাকি তখন কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘‘আমি ছবিতে কাজ করতে চাই না।’’

মধু চোপড়া বলার পরেই প্রিয়ঙ্কা সেই দক্ষিণী ছবিতে অভিনয় করতে তখন রাজি হন। মধু আরও বলছেন, ‘‘শুটিং শুরু হওয়ার পরে সেই ছবির কাজ ওর ক্রমশ ভাল লাগতে থাকে। ভাষা না জানলেও, কাজটি উপভোগ করতে শুরু করে। টিমের সবাই প্রিয়ঙ্কাকে খুব সম্মান করত। বিজয় খুবই ভদ্র একজন মানুষ।’’

Advertisement

ছবিতে একটি নাচের দৃশ্যের শুট নিয়ে প্রিয়ঙ্কার মা বলছেন, ‘‘কোরিয়োগ্রাফার ছিলেন রাজু সুন্দরম। প্রিয়ঙ্কা ঠিকঠাকই নাচছিল। কিন্তু বিজয়ের সঙ্গে সেই ভাবে পা মেলাতে পারছিল না। সকাল থেকে সন্ধে পর্যন্ত কোরিয়োগ্রাফারের সঙ্গে নাচের অভ্যেস করত ও। চরিত্রটি বুঝতে ওর সুবিধা হয়েছিল এতে। ও নিজেও বুঝতে পারে, জীবনে এটাই ও করতে চায়।’’

উল্লেখ্য, আগামী দিনে হলিউডের একাধিক কাজ রয়েছে প্রিয়ঙ্কার হাতে। এর মধ্যে রয়েছে ‘দ্য ব্লাফ’। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement