Mishti Mukherjee

অকালে প্রয়াত বলিউডের এই বাঙালি অভিনেত্রী

বলিউডের বেশ কয়েকটি ছবি ও জনপ্রিয় মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন মিষ্টি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২০ ০০:৫৭
Share:

মিষ্টি মুখোপাধ্যায়।

প্রয়াত বলিউড অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়। বলিউডের বেশ কয়েকটি ছবি ও জনপ্রিয় মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন মিষ্টি। অভিনেত্রীর পারিবারিক সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট মেনে চলছিলেন তিনি। তা থেকেই কিডনি ফেলিওর হয়ে প্রাণ হারালেন মিষ্টি।

Advertisement

বেশ কয়েক মাস ধরেই কিডনির অসুখে ভুগছিলেন অভিনেত্রী। বেঙ্গালুরুতে শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। শনিবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর বাবা-মা এবং এক ভাই রয়েছেন। পরিবারের তরফে একটি শোক বার্তায় বলা হয়েছে, একটানা কিটো ডায়েটের ফলেই কিডনির সমস্যা দেখা গিয়েছিল মিষ্টির। ‘ম্যায় কৃষ্ণা হুঁ’, ‘লাইফ কি তো লগ গ্যয়ি’-এর মতো ছবিগুলিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন মিষ্টি। কাজ করেছেন তেলুগু ছবিতেও। ছবিতে 'আইটেম গার্ল' হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

আরও পড়ুন: সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেন, তাঁকে খুন করা হয়নি: সুধীর গুপ্ত, এমস​

Advertisement

২০১৪ সালে মুম্বইয়ে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে পর্নোগ্রাফি ছবির সিডি উদ্ধার হওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল সেই সময়। তাঁর বাবা এবং ভাই সেই মামলায় গ্রেফতারও হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জামিনে মুক্তি পান তাঁরা।

( এই সংবাদটি প্রথম প্রকাশের সময় কিছু তথ্যগত ভ্রান্তি ছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। )

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement