Lara Dutta

কেরিয়ারের প্রথম ছবির প্রচারে জুটেছিল চিমটি! অভিযুক্তকে শনাক্ত করে পাল্টা কী করেন লারা?

২০০৩ সালে মুক্তি পায় ‘আন্দাজ়’। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন লারা দত্ত ও প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ২১:২৪
Share:

লারা দত্ত। ছবি: সংগৃহীত।

সিনেমা থেকে এই মুহূর্তে নিজেকে দূরে সরিয়ে নিলেও, একসময় বলিউডের প্রথম সারির নায়কদের সঙ্গে কাজ করেছিলেন লারা দত্ত। কিন্তু কেরিয়ারের শুরুতে তাঁকেও একাধিক বার নিগ্রহের শিকার হতে হয়। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী।

Advertisement

লারা জানান, ‘আন্দাজ়’ ছবির সঙ্গীত প্রকাশ অনুষ্ঠান হয়েছিল দিল্লিতে। এই ছবির মাধ্যমেই লারা এবং প্রিয়ঙ্কা চোপড়া বলিউডে পা রাখেন। ছবিতে দুই নায়িকার সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও। লারা বলেন, ‘‘ব্রহ্মাণ্ডসুন্দরী ও বিশ্বসুন্দরীকে দেখতে ভিড় বাড়ে। তার সঙ্গে অক্ষয় ছিলেন। ভিড়ের মধ্যেই কেউ আমাকে চিমটি কাটেন।’’ এরই সঙ্গে লারা জানান, তিনি বুঝতে পেরেই ওই ব্যক্তিকে শনাক্ত করেন। লারা বলেন, ‘‘আমি সেনা পরিবারে বড় হয়েছি। শাড়ি পরেছিলাম। সকলের সামনে লোকটিকে বার করে এনে উত্তম-মধ্যম দিতে শুরু করি।’’ অভিনেত্রী জানান, অক্ষয়ও নাকি পরিস্থিতি দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি নাকি লারাকে থামিয়ে বলেছিলেন, ‘‘কী করছ! এখন তুমি এক জন নায়িকা। এ রকম করা উচিত নয়।’’

২০০৩ সালে মুক্তি পায় ‘আন্দাজ়’। ইন্ডাস্ট্রিতে দু’দশক পূর্ণ করেছেন লারা। অভিনেত্রী বলেন, ‘‘দেখতে দেখতে কেটে গেল। অসাধারণ একটা সফর। আমি দর্শক এবং পরিচালক রাজ কানওয়ারের কাছে চিরকৃতজ্ঞ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement