Actress

করিনাকে কেন ‘আন্টি’ বলে ডাকছেন নেটিজেনরা?

সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন করিনার ম্যানেজার পুনম ডামানিয়া। তার পরই সেই ছবির জন্য নেটিজেনদের ট্রোলের শিকার হলেন এই ভারতীয় অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

ফ্লোরেন্স শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ১৪:৫৩
Share:

করিনার এই ছবি নিয়েই বিতর্ক। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

পরিবারের সঙ্গে ইতালির তাসক্যানিতে ঘুরতে গিয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কপূর। সেখানে গিয়ে পরিবারের লোকের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছবিও তুলেছেন তিনি। সেখানেই রোদ্দুর গায়ে মেখে একটি নিজস্বী তুলেছেন করিনা। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন করিনার ম্যানেজার পুনম ডামানিয়া। তার পরই সেই ছবির জন্য নেটিজেনদের ট্রোলের শিকার হলেন এই ভারতীয় অভিনেত্রী।

Advertisement

ওই ছবিতে ৩৮ বছরের করিনার চোখে মুখে কি একটু বয়সের ছাপ! আর করিনার এ হেন লুক নিয়েই মজা নেট দুনিয়ায় মজা করছে নেটিজেনরা। কেউ বলেছেন, ‘করিনা তোমায় খুব বয়স্ক লাগছে।’ তো কেউ এই ছবি দেখে করিনাকে ‘আন্টি’ বলেও সম্বোধন করেছেন। এমনকি কেউ তাঁকে গ্লুকোজ ও স্বাস্থ্যকর খাবার খাওয়ানোরও পরামর্শ দিয়েছেন।

তবে এক দল করিনাকে এ রকম বললেও, করিনার ভক্তরা কিন্তু তার পাশেই রয়েছেন। করিনার পাশে দাঁড়িয়ে ভক্তরা বলেছেন, ‘ওল্ড ইজ গোল্ড।’ করিনার ওই ছবি দেখে আপনার কী মনে হচ্ছে?

Advertisement

Sunkissed in Tuscany 😍😍😍 missing you Bebo 💕💕

A post shared by Poonam Damania (@poonamdamania) on

আরও পড়ুন: ব্লাউজ ছাড়া শাড়ি পরে নেট দুনিয়ায় ট্রোলড প্রিয়ঙ্কা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement