Bollywood

জয়া প্রদার ইনস্টাগ্রাম পোস্টে ফিরে এল বলিউডের পুরনো স্মৃতি

জয়ার স্মৃতির পাতা থেকে উঠে আসা ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৪:২৬
Share:

ভাইরাল হওয়া সেই ছবি। ছবিতে রয়েছেন রাজেশ খন্না-জয়া প্রদা এবং জিতেন্দ্র-শ্রীদেবী জুটি। ছবি: ইনস্টাগ্রাম।

পুরনো বলিউডকে ইনস্টাগ্রামে ফিরিয়ে আনলেন অভিনেত্রী জয়া প্রদা! সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি রিপোস্ট করেন তিনি। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। জয়ার স্মৃতির পাতা থেকে উঠে আসা ছবিতে রয়েছেন বলিউডের বিখ্যাত দুই পুরনো জুটি— রাজেশ খন্না-জয়া প্রদা এবং শ্রীদেবী-জিতেন্দ্র।

Advertisement

বর্তমানে জয়া চলচ্চিত্র জগৎ থেকে অনেকটাই দূরে। পা রেখেছেন রাজনীতিতে। তবে অভিনয়ের প্রতি তাঁর টান যে অটুট, তারই প্রমাণ এই ছবি। এই ছবি শুধু যে বলিউডের স্মৃতিকেই টাটকা করে দিয়েছে তা নয়, তুলে ধরেছে সেই সময়ে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পরিচালকদের সখ্যের ছবিও।

ছবিতে থাকা চরিত্রেরা প্রবীণ জুটি হলেও তাঁদের জনপ্রিয়তা যে দর্শকদের কাছে এখনও কমে যায়নি এই ছবির ভাইরাল হওয়াই তার প্রমাণ!

Advertisement

আরও পড়ুন: ঐশ্বর্যার ম্যানেজারের গায়ে ভয়াবহ আগুন, ঝুঁকি নিয়ে রক্ষা করলেন শাহরুখ

আরও পড়ুন:শরীরী বিভঙ্গে রাজ-শুভশ্রীর জমিয়ে ভাসান ডান্স, ভাইরাল হল ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement