Shah Rukh Khan

‘কোনও ব্যক্তিত্ব নেই, তুমি কিসের হিরো?’, নিজেরই ছবির মহরতে শাহরুখকে ঢুকতে বাধা

শাহরুখ খানকে চিনতেই পারলেন না নিরাপত্তারক্ষী। ছবির মহরত অনুষ্ঠানে নায়ককে ঢুকতে দিলেন না নিরাপত্তারক্ষী। উল্টে নায়ককে কী শুনতে হল?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৩:৫৪
Share:

এক সময় নিজের ছবির মহরত অনুষ্ঠানে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষী। কী ঘটেছিল শাহরুখের সঙ্গে? ছবি: সংগৃহীত।

কয়েক যুগ ধরে বলিপাড়ায় শুধুই তাঁর রাজত্ব। শাহরুখ খানের প্রেমে মজে গোটা বিশ্ব। তাঁর এক ঝলক দেখা পাওয়ার অপেক্ষায় থাকেন দর্শক। চার বছর পর তাই বড় পর্দায় নায়কের ছবি মুক্তির পর উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এখন শাহরুখের এত প্রতিপত্তি, এত জনপ্রিয়তা। কিন্তু তিরিশ বছর আগে যখন কাজ শুরু করেছিলেন, তখন নানা রকম ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

Advertisement

এক সময় নিজের ছবির মহরত অনুষ্ঠানে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষী। কী ঘটেছিল তাঁর সঙ্গে? এক সাক্ষাৎকারে সে ঘটনার কথা হাসতে হাসতে নিজেই বলেন শাহরুখ। বলেন, “আমার নিজের ছবির মহরতেই আমাকে ঢুকতে দেয়নি নিরাপত্তারক্ষী।” সেই নিরাপত্তারক্ষীকে শাহরুখ বোঝানোর চেষ্টা করেছিলেন যে সেই ছবির নায়ক তিনিও। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। নায়ক বলেন, “আমায় ওই নিরাপত্তারক্ষী বলেছিলেন “কোনও ব্যক্তিত্ব তো নেই, কোথাকার হিরো তুমি?” যদিও সেই ছবিটিও তৈরি হয়নি।

ছবিটির নাম ছিল ‘শিকার’। মুখ্য চরিত্রে ছিলেন শাহরুখ এবং জ্যাকি শ্রফ। নায়িকা হিসাবে নতুন মুখের কথাই চিন্তা করা হয়েছিল। ছবিটি পরিচালনা করার কথা ছিল সুভাষ ঘাইয়ের। কোনওটাই হয়নি। পরবর্তী কালে শাহরুখকে নিয়ে ‘পরদেশ’ ছবিটি তৈরি করেন সুভাষ। যা কুড়িয়েছিল বিপুল জনপ্রিয়তা।

Advertisement

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছে শাহরুখের ছবি ‘পাঠান’। এত দিন পর নায়কের ছবি মুক্তি পাওয়ায় খুশি তাঁর ভক্তেরা। ‘পাঠান’ গোটা বিশ্ব জুড়ে প্রায় হাজার কোটির বেশি ব্যবসা করেছে । কয়েক মাস পরে মুক্তি পাবে নায়কের নতুন ছবি ‘জওয়ান।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement