Ranbir Kapoor

স্ত্রীর উপর নাকি খবরদারি করা স্বভাব রণবীরের, এ বার কার উপর মেজাজ হারালেন ঋষি-পুত্র?

সদ্য মেয়ের জন্মদিন গেল। সামনেই ছবি মুক্তি পাচ্ছে। তার আগেই আচমকা মেজাজ গরম রণবীরের। কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ২৩:৩৯
Share:

রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। —ফাইল চিত্র।

১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কপূরের ছবি ‘অ্যানিম্যাল’। মেয়ে রাহা কপূরের এক বছরের জন্মদিন সদ্য পালন করেছেন অভিনেতা। যদিও এই সময় সংবাদমাধ্যমের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছেন। তাঁর আসন্ন ছবির প্রচারেও যে তাঁকে বিশেষ দেখা যাচ্ছে, তেমনটা নয়। বুধবার শহরে হঠাৎ তাঁকে দেখামাত্রই ছবি তুলতে যান আলোকচিত্রীরা। কিন্তু ছবি তোলার মতো মেজাজে না থাকায় ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে আলোকচিত্রীরা ঘিরে ধরে বলেন, ‘‘একটু দাঁড়ান, একটু দাঁড়ান।’’ তাতেই মেজাজ হারিয়ে অভিনেতা বলেন ‘‘কেন দাঁড়াব?’’ বদমেজাজি বলে দুর্নাম ছিল ঋষি কপূরের। রণবীর কপূরও বেশ কয়েক বার সংবাদমাধ্যমকে দেখে মেজাজ হারিয়েছেন। এমনকি, তাঁর নামে দুর্নাম রয়েছে, স্ত্রী আলিয়া ভট্টের উপর নাকি খবরদারি করেন। যদিও তাঁর স্ত্রী সেই সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তবে ‘অ্যানিম্যাল’ মুক্তির আগে কী কারণে রণবীরের মেজাজ সপ্তমে! তার কারণ অজানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement