Nargis Fakhri Sister

বোনের নামে জোড়া খুনের অভিযোগ, চাপের মুখে পড়ে সম্পর্ক মুছতে চাইছেন নার্গিস?

জোড়া খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী নার্গিসের বোনকে। যে হেতু দিদি নার্গিস খ্যাতনামী, সেই কারণে বোনের নামে এমন অভিযোগে বার বার উঠে এসেছে তাঁর প্রসঙ্গও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১১
Share:

নার্গিস ফকরি। ছবি: সংগৃহীত।

রাতারাতি আলোচনার কেন্দ্রে অভিনেত্রী নার্গিস ফকরির বোন আলিয়া ফকরি। জোড়া খুনের অভিযোগ তাঁর বিরুদ্ধে। প্রাক্তন প্রেমিক ও তাঁর বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীর বোনকে। যে হেতু দিদি নার্গিস খ্যাতনামী, সেই কারণে বোনের নামে এমন অভিযোগে বার বার উঠে এসেছে তাঁর প্রসঙ্গও।

Advertisement

যদিও এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেননি ‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী। তবু তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, নার্গিসের সঙ্গে তাঁর একমাত্র বোনের নাকি গত ২০ বছর ধরে যোগাযোগ নেই। এতটাই ছাড়াছাড়ি তাঁদের, তিনি নিজেও নাকি বোনের গ্রেফতারির ঘটনা বাকিদের মতো খবর দেখেই জানতে পারেন।

জানা গিয়েছে, বছর ৪৩–এর আলিয়া আদতে আমেরিকার বাসিন্দা। নিউইয়র্কের কুইনস এলাকাতেই তাঁর জন্ম। সেখানেই থাকতেন তিনি। বছর আটেকের ছোট এডওয়ার্ড জ্যাকব্স নামে এক তরুণের সঙ্গে দীর্ঘ দিন ধরেই সম্পর্ক ছিল আলিয়ার। বছর খানেক আগে সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু বিষয়টি মেনে নিতে পারছিলেন না আলিয়া। প্রাক্তন প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়ে ওঠেন আলিয়া। গত ২ নভেম্বর জ্যাকব্সের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তাঁর বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও। সে দিন সকালে প্রেমিকের বাড়ি গিয়ে চিৎকার করতে থাকেন আলিয়া। বলেন, ‘‘আজ তোমাকে মরতেই হবে।” তার পরই বাড়িতে আগুন লাগে। সেই আগুনে পুড়ে মারা যান আলিয়ার প্রাক্তন প্রেমিক ও তাঁর বর্তমান প্রেমিকা। যদিও আলিয়ার মা জানিয়েছেন, তাঁর মেয়ে নির্দোষ। অত্যন্ত ভাল মনের একজন মানুষ। এমন কাজ নাকি তিনি করতেই পারেন না! এখন অপেক্ষা, নার্গিস এই প্রসঙ্গে কোনও বক্তব্য রাখেন কি না!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement