বিক্রান্ত ম্যাসি। ছবি: সংগৃহীত।
‘টুয়েলভ ফেল’ তাঁকে তুমুল জনপ্রিয়তা দিয়েছে। তাঁর ‘সবরমতী এক্সপ্রেস’ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এত কিছু সত্ত্বেও সম্প্রতি স্বেচ্ছাবসরের কথা ঘোষণা বিক্রান্ত মাসের। সমাজমাধ্যমে এ কথা জানিয়ে তাঁর যুক্তি, এ বার পরিবারকে সময় দিতে চান অভিনেতা। বাবা এবং স্বামীর দায়িত্ব পালনের তাগিদ থেকে এমন সিদ্ধান্ত নিতে চান অভিনেতা। কিন্তু বলিউড কি এত সহজে বোঝে? সেখানে চর্চা চলছেই। সমান কৌতূহল অনুরাগীদের মনেও।
ছোট পর্দা থেকে বড় পর্দা হয়ে ওটিটিতে যাঁর অনায়াস গতিবিধি, তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন!
নানা মুনির নানা মতে বিষয়টি যখন ক্রমশ জটিল এবং ঘোরালো, তখনই মঙ্গলবার মুখ খুললেন অভিনেতা। আর সমাজমাধ্যম নয়, সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। দাবি, তিনি পাকাপাকি অভিনয় দুনিয়াকে বিদায় বলছেন না। সাময়িক বিরতি নিচ্ছেন।
তাই বা কেন? বিক্রান্তের কথায়, “টানা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এতটাই ক্লান্ত যে একটু বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরও ভেঙে পড়ছে। ঘুরেফিরে অসুস্থ হয়ে পড়ছি।” এটিই সাময়িক বিরতির প্রধান কারণ। পাশাপাশি, নিজের বাড়ি, পরিবারের প্রতিও তাঁর কিছু দায়িত্ব রয়েছে। কাজের চাপে সে সবও পালন করতে পারছেন না। যার ফল ভুগছেন তাঁর স্ত্রী, সন্তান। এ বার ‘বাবা’ এবং ‘স্বামী’ বিক্রান্ত নিজের দায়িত্ব পালন করতে চান। এ সমস্ত মিটিয়ে ফের অভিনয়ে ফিরবেন।