Big Boss ott

‘বিগ বস্‌’-এ সলমনের জায়গা দখল করেছেন তিনি! সত্য কী? ‘অভিযোগ’-এর উত্তর দিলেন অনিল নিজেই

‘বিগ বস্‌ ওটিটি’র তৃতীয় সিজ়নের সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন অনিল কপূর। তিনি সলমনের জায়গা কেড়ে নিয়েছেন বলে চর্চাও শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ১৬:৩৫
Share:

অনিল কপূর-সলমন খান। ছবি: সংগৃহীত।

রিয়্যালিটি শো ‘বিগ বস্‌ ওটিটি’র সঞ্চালনা করবেন অনিল কপূর। তবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নড়েচড়ে বসেছেন সলমন খানের অনুরাগীরা। কারণ, তাঁদের কাছে ‘বিগ বস্‌’ ও ভাইজান যেন সমার্থক। তাই সঞ্চালক হিসেবে অনিলের নাম প্রকাশ্যে আসার পর গুঞ্জন ছড়িয়েছিল, ভাইজানের পরিবর্ত হিসেবে নির্মাতারা অনিলকে নির্বাচন করেছেন।

Advertisement

সমাজমাধ্যমে সম্প্রতি এই নিয়ে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন অনিল। বলিউডের অনেকেই জানেন, অনিল ও সলমন দীর্ঘ দিনের বন্ধু। ‘নো এন্ট্রি’, ‘রেস ৩’, ‘বিবি নম্বর ওয়ান’ও ‘যুবরাজ’-এর মতো একাধিক ছবিতে তাঁরা এক সঙ্গে কাজ করেছেন। অনিল বলেন, ‘‘অনেকেই আমাকে এই প্রশ্ন করছেন। কিন্তু সলমনের কোনও ‘পরিবর্ত’ হয় না।’’

‘বিগ বস্‌ ওটিটি’র প্রস্তাব গ্রহণ করার বিষয়টিও স্পষ্ট করেন অনিল। তিনি জানান, পুরো বিষয়টাই তিনি আগে ভাইজানের সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন। অনিলের কথায়, ‘‘বিষয়টা নিয়ে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। আর আমি যে একটা নন ফিকশনের প্রস্তাব গ্রহণ করেছি, সেটা জেনে ও অত্যন্ত খুশি হয়েছিল।’’

Advertisement

ইন্ডাস্ট্রিতে অনেক সময়েই কারও কোনও সুযোগ হাতছাড়া হলে বা কেউ কারও পরিবর্ত হিসেবে কাজ করলে তা নিয়ে গুঞ্জন শুরু হয়। এই প্রসঙ্গে অনিল জানান, সম্প্রতি একটি কাজে তাঁর পরিবর্তে অন্য কাউকে নেওয়া হয়েছে। অনিল আরও বলেন, ‘‘কখনও কেউ কোনও কারণে কাজটা করতে পারেন না। আমার জায়গায় যেমন অনেকে কাজ করেছেন, আবার আমিও হয়তো বহু মানুষের পরিবর্তে নির্বাচিত হয়েছি।’’ অভিনয় একটা পেশা এবং সেখানে এ রকম ঘটনা ঘটতেই পারে বলে মনে করেন অনিল। তাঁর কথায়, ‘‘কাজটা সততা এবং মনোযোগ সহকারে করা হচ্ছে কি না, সেটাই সবচেয়ে বড় কথা।’’

‘বিগ বস্‌ ওটিটি’র প্রথম সিজ়নের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর। দ্বিতীয়টি সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন সলমন নিজে। তবে এ বার তাঁর পরিবর্তে এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন অনিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement