২০২২-এর ‘এমটিভি ভিডিয়ো মিউজিক’ পুরস্কারের মঞ্চে অনুষ্ঠান করবে ‘ব্ল্যাকপিঙ্ক’ দল।
ব্ল্যাকপিঙ্ক, মামামু, বিটিএস, সেভেনটিন— এই সব নামের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের পরিচয় বহু দিনের। তবে এখন অবশ্য কোরিয়ার নাচ-গান-সিনেমা দেশের অনেক জায়গায় বেশ জনপ্রিয়। কোরিয়ান গানের ভক্তদের জন্য এল নতুন খবর। ২০২২-এর ‘এমটিভি ভিডিয়ো মিউজিক’ পুরস্কারের মঞ্চে অনুষ্ঠান করবে ‘ব্ল্যাকপিঙ্ক’ দল।
২০২০ সালে ‘ব্ল্যাকপিঙ্ক’-ই প্রথম কে-পপ মেয়েদের দল যাঁরা ‘হাউ ইউ লাইক দ্যাট’ গানের জন্য ‘ভিএমএ’ পুরস্কার পায়। আর সেরা মেটাভার্স অনুষ্ঠানের জন্য তাঁরা। ‘ব্ল্যাকপিঙ্ক’-এর সদস্য লিসা পেয়েছেন মনোনয়নও। ‘লালিসা’ ভিডিয়োয় একক অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন।
২৯ অগস্ট রাত ৮টায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। ‘ব্ল্যাকপিঙ্ক’ দলের সঙ্গে যোগ দেবেন অনিত্তা, জে বালভিন, মার্শমেলো এক্স কালিদ, প্যানিক-সহ অন্য শিল্পীরা।