Bipasha Basu-Karan Singh Grover

বিপাশা-কর্ণের সংসারে নতুন সদস্যের আগমন, মেয়ে দেবীর জন্যই নাকি এই সিদ্ধান্ত

এ বার নতুন সুখবর দিলেন বিপাশা বসু। তাঁদের তিন জনের সংসারে এল নতুন সদস্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৩:৩৭
Share:

বিপাশা-কর্ণের সংসারে নতুন সদস্যের আগমন। ছবি : ইনস্টাগ্রাম।

মেয়ের বয়স ছয় মাস পার করেছে। ২০২২ সালের ১২ নভেম্বর জন্ম নেয় বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের কন্যা দেবী বসু সিংহ গ্রোভার। মাস কয়েক আগেই মেয়ে দেবীর সঙ্গে পরিচয় করান অভিনেত্রী। মেয়ের ছবি শেয়ার করতেই পোস্টটিতে পছন্দের বন্যা বয়ে যায়। দেবী কার মতো দেখতে হয়েছে, তা নিয়ে পোস্টটির মন্তব্যবাক্সে আলোচনা শুরু হয়ে যায়। কেউ বলছেন দেবীকে দেখতে কর্ণের মতো, কারও পাল্লা বিপাশার দিকে। এ বার নতুন সুখবর দিলেন বিপাশা। তাঁদের তিন জনের সংসারে এল নতুন সদস্য।

Advertisement

সোমবার একটি সাদা রঙের বিলাসবহুল অডি গাড়ি কিনলেন অভিনেত্রী। নতুন এই সদস্যের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বিপাশা। মেয়ে দেবীর জন্যই যে এই গাড়ি কেনা, জানালেন অভিনেত্রী। নতুন গাড়ির ভিতরে মেয়ে দেবীকে বসিয়ে ছবিও তুলেছেন। গাড়িটির দাম প্রায় কোটি টাকার উপর।

Advertisement

প্রায় এক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং কর্ণ।বিয়ের পাঁচ বছর পরে দেবীর আগমন ঘটে বিপাশা-কর্ণের জীবনে।

বিপাশা-কর্ণের মেয়ে দেবীর নতুন গাড়ি। ছবি : সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement