Raha Kapoor Dress

বর্ষবরণে মেয়ে রাহাকে ৪৭ হাজার টাকার জামা পরালেন আলিয়া! নিজে কেমন সাজলেন?

রাহার জামাটি ইটালির পোশাকের ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার পপি ফ্লাওয়ার সংগ্রহের ছোটদের পোশাক। সাদা সুতির ফ্রকের উপর উজ্জ্বল লাল রঙের পপি ফুলের ছাপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৪:২৫
Share:

কন্যা রাহার সঙ্গে আলিয়া। ছবি : সংগৃহীত।

বয়স সবে দুই পেরিয়েছে। তাতে কি! রণবীর কপূর এবং আলিয়া ভট্টের কন্যা রাহা কপূর এখনই পুরোদস্তুর তারকা। তাকে এক ঝলক দেখার জন্য ছুটে বেড়ান মুম্বইয়ের ছবিশিকারিরা। রাহা হাসলে, কাঁদলে, বাবা-মায়ের কোলে বসে ছবি তুললেও খবর। ভাইরাল হয় ছবি। নীল চোখ আর বাদামি চুলের ফুটফুটে রাহার ‘ফ্যানপেজ’-এ চোখ পেতে থাকে ৩১ হাজার অনুগামী! স্বাভাবিক ভাবেই বর্ষবরণের রাতে বাবা-মায়ের সঙ্গে রাহা কী করল, তা নিয়ে কৌতূহল ছিল। দেখা গেল বাবা-মা, ঠাকুমা-দিদা-পিসির সঙ্গে জমিয়ে ‘পার্টি’ করেছে দু’বছরের রাহাও। তবে পার্টিতে রাহার পোশাকের দাম চমকে দিয়েছে বহু বলিউড তারকাকেও। কারণ, বর্ষবরণের পার্টিতে ছোট্ট রাহাকে যে জামাটি পরিয়েছিলেন আলিয়া, তার দাম ৪৭ হাজার টাকা!

Advertisement

রাহার জামাটি ইটালির পোশাকের ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার পপি ফ্লাওয়ার সংগ্রহের ছোটদের পোশাক। সাদা সুতির ফ্রকের উপর উজ্জ্বল লাল রঙের পপি ফুলের ছাপ। ফ্রিল দেওয়া ছোট্ট হাতা দু’টি ছাড়া জামার নকশা বলতে উপরের অংশ বা বডিসে হানিকম্ব করা সাদা কাপড়ের উপর কালো সুতোয় আঁকা ব্র্যান্ডের লোগো। ডলচে অ্যান্ড গাবানার ওয়েবসাইটেই দেখা যাচ্ছে পোশাকটির দাম ৫৫৫ আমেরিকান ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম কম-বেশি ৪৭ হাজার ৫৯৭ টাকা।

ছবি : সংগৃহীত।

মেয়ের পোশাকেরই দাম যদি ৪৭ হাজার হয় তবে মা বলিউডের নায়িকা আলিয়ার পোশাকের দাম কত হতে পারে ভেবে যাঁরা অঙ্ক কষছেন, তাঁরা হতাশ হবেন। কারণ মেয়েকে দামি পোশাক পরালেও বর্ষবরণের পার্টির জন্য আলিয়া নিজে বেছে নিয়েছিলেন একটি কালো রঙের লিনেনের পোশাক, যা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। উৎসব উপলক্ষে বহু মধ্যবিত্ত ৬-৭ হাজার টাকার শাড়ি কেনেন। আলিয়া যে পোশাকটি পরেছিলেন, তার দাম ৬৫৯০ টাকা।

Advertisement

ছবি : সংগৃহীত।

বেলুন স্লিভস আর একটু বেশি ঝুলের গলাই পোশাকটির বৈশিষ্ট্য। আলিয়া ওই পোশাক কিনেছেন ‘সামার সামহোয়্যার’ নামে একটি ব্র্যন্ড থেকে। রণবীরও আলিয়ার মতোই কালো পোশাক পরেছিলেন। লিনেনের কালো ট্রাউজ়ারের সঙ্গে কালো শার্ট না গুঁজে পরেছিলেন রণবীর।

ঘরোয়া পার্টির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নীতু কপূর। তাতে রণবীর-আলিয়া-রাহাকে ছাড়াও দেখা যাচ্ছে রণবীরের দিদি রিদ্ধিমা কপূর, জামাইবাবু, তাঁদের কন্যা এবং আলিয়ার মা সোনি রাজদানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement