bipasha basu

Bipasha Basu: বলিপাড়ায় ফের সুখবর, মা হতে চলেছেন বিপাশা, ঘোষণা করবেন শিগগিরই

আলিয়া ভট্টের পর এ বার বিপাশা বসু। মা হতে চলেছেন বলিউডের বঙ্গতনয়াও। প্রথম সন্তানের অপেক্ষায় বিপাশা ও তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৪:৩০
Share:

প্রথম সন্তানের অপেক্ষায় বিপাশা ও কর্ণ।

সুখবরের পর সুখবর! এই সে দিন হইচই ফেলেছিল আলিয়া ভট্টের অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা। শারারা পরা রানি মুখোপাধ্যায়কে দেখেও অনেকেই আন্দাজ করছেন, দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী। এ বার তালিকায় নাম লেখালেন বিপাশা বসুও। শোনা যাচ্ছে, বলিউডের বাঙালি কন্যা ও তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভারও তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায়। নিজেরা সে কথা ঘোষণা করবেন শিগগিরই।

Advertisement

কিছু দিন ধরেই বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাসছিল বলিউডের হাওয়ায়। পাপারাৎজিদের ক্যামেরায় তাঁর ছবি, পোশাক বাছাইয়ের ধরন দেখে তেমনটাই অনুমান করছিলেন অনেকে। তবে মুখে কুলুপ এঁটেছিলেন বঙ্গতনয়া। মুম্বই সংবাদ সংস্থার খবর, বিপাশা বা কর্ণ কেউই আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানাননি। তবে এ বার তারকাদম্পতির ঘনিষ্ঠ মহল সিলমোহর দিয়েছে খবরে। তাঁরা জানিয়েছেন, খুশিতে ভাসছেন বিপাশা-কর্ণ। প্রথম সন্তানের মা-বাবা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন দু’জনে।

২০১৫ সালে ভুতুড়ে ছবি ‘অ্যালোন’-এর সেটে একাকীত্ব পেরিয়ে প্রেমের সম্পর্কে ধরা দেন বিপাশা-কর্ণ। এক বছর জমজমাট প্রেম, ২০১৬-য় বিয়ের পিঁড়িতে— তার পরেও বরাবরই চর্চায় রয়ে গিয়েছে তাঁদের অটুট ভালবাসার কাহিনি। ক’দিন আগে ষষ্ঠ বিবাহ-বার্ষিকীতেও নজর কেড়েছে তাঁদের প্রেমের খোলা চিঠি। এ বার আরও এক ধাপ এগিয়ে গেল সেই সম্পর্ক। দু’জনের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

Advertisement

কর্ণকে শেষ বার দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘কবুল হ্যায় ২.০’-তে। আর বিপাশা শেষ অভিনয় করেছিলেন মিনি সিরিজ ‘ডেঞ্জারাস’-এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement