Mahira Sharma

Mahira Sharma: ওজন বৃদ্ধি নিয়ে সাংবাদিকের প্রশ্ন না-পসন্দ, ছিটকে বেরিয়ে এলেন মাহিরা

‘বিগ বস’ প্রতিদ্বন্দ্বী শেহনাজ গিলের ভক্তরা বললেন- কর্মফল!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৭:২৫
Share:

খেপে গেলেন ‘বিগ বস’ তারকা মাহিরা শর্মা

নতুন ছবির প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্ন শুনে খেপে গেলেন ‘বিগ বস’ তারকা মাহিরা শর্মা। মঞ্চ ছেড়ে সোজা হেঁটে বেরিয়ে গেলেন অভিনেত্রী। কী এমন বলেছিলেন সেই সাংবাদিক? শোনা যায়, মাহিরার সাম্প্রতিক মেদবৃদ্ধি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন তিনি। যা শুনেই উঠে দাঁড়ান ‘নাগিন ৩’-এর অভিনেত্রী। বলেন, ‘‘ভাল লাগল না প্রশ্নটা।’’ এর পরেই বেরিয়ে যান তিনি।

সাক্ষাৎকারের সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছিলেন কেউ। সেটি ভাইরাল হতেই শোরগোল। যদিও কিছু ক্ষণের মধ্যেই বিতর্কিত ভিডিয়োটি সরিয়ে নেওয়া হয়। ঠিক কী বলেছিলেন ওই সাংবাদিক? ভিডিয়োয় দেখা গিয়েছে, পঞ্জাবি ভাষায় তিনি মন্তব্য করেন, ‘‘অভিনেত্রীরা বেশি রোগা হলেও সমস্যা, আবার মোটা হলেও। যেমনটা এখন মাহিরার হচ্ছে।’’ এর পরেই রেগে কাঁই মাহিরা মঞ্চ ছাড়েন। কারও কারও প্রশ্ন, ভাষার কারণেই কি সাংবাদিকের প্রশ্ন অন্য ভাবে নিয়েছেন মাহিরা?

Advertisement

তবে এই ঘটনায় ভক্তরা অভিনেত্রীর পাশেই। তাঁদের দাবি, সাংবাদিকরা এ ভাবে শরীর নিয়ে মাহিরাকে অপমান করতে পারেন না। উল্টো দিকে এমন সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েননি মাহিরার ‘বিগ বস’ প্রতিদ্বন্দ্বী শেহনাজ গিলের অনুরাগীরা। তাঁদের দাবি, বললেন, এ সবই কর্মফল। ‘বিগ বস’ -এর দিনগুলোয় মাহিরা নাকি শেহনাজকে তাঁর বাড়তি মেদ নিয়ে টিটকিরি করেছিলেন!

অবশ্য পুরনো কথা ভুলে মাহিরার হেনস্থা নিয়ে সরব হলেন অধিকাংশই। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘ডরপোক মাহিয়া’ নামে একটি গানের ভিডিয়োতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement