আরাত্রিকা মাইতির জন্মদিনে আর্য দাশগুপ্তের উপহার। ছবি: ইনস্টাগ্রাম।
দেখতে দেখতে ২০-তে পা! শুক্রবার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের নায়িকা আরাত্রিকা মাইতির জন্মদিন। অভিনেত্রীর বয়স প্রকাশ্যে? সমাজমাধ্যম বলছে, শুধু বয়স? বিশেষ দিনে জীবনের বিশেষ মানুষের কথাও প্রকাশ্যে চলে এসেছে। তিনি অভিনেতা আর্য দাশগুপ্ত। রাজদীপ ঘোষের ‘বনবিবি’ ছবিতে পার্নো মিত্রের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে যিনি সাড়া ফেলে দিয়েছিলেন। তিনিই নাকি আরাত্রিকার মনের মানুষ?
আনন্দবাজার অনলাইনের প্রশ্নে মহাখুশি অভিনেত্রী। আরাত্রিকার কথায়, “জানতাম, এ রকমই কিছু রটবে। প্রেম নয়, আমরা খুব ভাল বন্ধু।” বন্ধুত্ব থাকলেই তো প্রেম জমে। সেখান থেকে সাতপাক... বলতেই হইচই বাঁধিয়ে দিলেন। জানালেন, এত কিছু মোটেই ভাবেননি এখনও। তবে প্রত্যেক বছরের মতো এ বছরেও আগের রাত থেকে হুল্লোড়ে মেতেছিলেন অভিনেত্রী।
“২০ বছর বয়স হয়ে গেল। মা-বাবার আমার জন্মদিন নিয়ে এখনও কী উত্তেজনা! শুটিং থেকে ফিরে দেখি ঘরদোর সাজানো। টেবিলে কেক রাখা। আনন্দে মেঘমুলুকে পৌঁছে গেলাম”। এই আনন্দের শরিক আর্যও। তখনই কেক কেটে উদ্যাপন শুরু। জন্মদিনের সকাল থেকে যদিও তিনি সেটে। আরাত্রিকার কথায়, “জন্মদিনে কাজ না করলে মনটা ভরে না। দুপুর পর্যন্ত সেখানেই ছিলাম। বিকেল থেকে অন্য অনুষ্ঠানে।” সেটেও কেক কাটা হয়েছে। উপহার পেয়েছেন নানা রকম।
প্রেমিকার জন্মদিনের উদ্যাপনে তাঁর বাড়িতেই হাজির! বলতেই হেসে ফেলেছেন অভিনেতা আর্যও। সুখবর দিচ্ছেন কবে? লজ্জা আর অনুযোগের সহাবস্থান তাঁর কণ্ঠে। বললেন, “ধুর! এ সব কিচ্ছু না। ওর সঙ্গে থাকতে ভাল লাগে। সময় কাটাতে ভাল লাগে। এটুকুই... ‘পার্টনার অফ ক্রাইম’ আমরা।” প্রেমিকাকে উপহার কী দিলেন? দরাজ হাসি মিশিয়ে অভিনেতা বললেন, “বুক ভরা ভালবাসা।”