Kee kore bolbo tomay

রাধিকা আর কর্ণের প্রেম কি হবে? জানাবে ‘কী করে বলব তোমায়’

স্বস্তিকা বললেন, “ভীষণপ্রাণোচ্ছ্বল মেয়ে। সবকিছু পজিটিভলি নেয়।ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছে।জীবনে ভালবাসা পেতে ভালবাসে। রাধিকার জীবনে অনেক শেডস আছে।”

Advertisement

মৌসুমী বিলকিস

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৪:৪২
Share:

ক্রুশাল আহুজা এবং স্বস্তিকা দত্ত। নিজস্ব চিত্র।

ফ্যাশন ডিজাইনার রাধিকা।আর কর্ণ সেন বড় টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিক, ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে তার কাজকর্ম। কাজের সূত্রে দু’জন কাছাকাছি আসে। তারপর ঠিক কী হয়? ‘কী করে বলবো তোমায়’ ধারাবাহিক সে গল্পেরই সুতো বুনবে। স্বস্তিকা দত্তকে দেখা যাবে রাধিকার ভূমিকায়। আর কর্ণ সেন ‘রানু পেল লটারি’-র ক্রুশাল আহুজা।রাধিকা ঠিক কেমন?

Advertisement

স্বস্তিকা বললেন, “ভীষণপ্রাণোচ্ছ্বল মেয়ে। সবকিছু পজিটিভলি নেয়।ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছে।জীবনে ভালবাসা পেতে ভালবাসে। রাধিকার জীবনে অনেক শেডস আছে।”

প্রেমকি শেষ পর্যন্ত হয়? স্বস্তিকা ভাঙলেন না গল্প, “প্রেম হচ্ছে হচ্ছে রকমের একটা সিচুয়েশন তৈরি হয় অবশ্যই। প্রেম হবে কি হবে না দর্শক ধারাবাহিক দেখলেই বুঝতে পারবেন।”

Advertisement

স্বস্তিকারও কি এরকম চলছে? স্বস্তিকা হাসলেন, “না না, স্বস্তিকার এরকম কিছুই চলছে না। স্বস্তিকা ভালবাসা পেতে ভালবাসে। সেটা মা-বাবার থেকে হোক, ভাইবোনের থেকে হোক, শুটিংফ্লোরের সবার থেকে হোক, দর্শকের থেকে হোক।”

আরও পড়ুন-অভি-অ্যাশের বিয়েতে শত্রুঘ্ন, হেমা মালিনীকে আমন্ত্রণ জানাননি বচ্চন পরিবার, কেন জানেন?

রাধিকা হওয়ার প্রস্তুতি নিতে হল? স্বস্তিকা বললেন, “আমাকে স্ক্রিপ্টও মুখস্থ করতে হচ্ছে না, স্ক্রিপ্ট এমনিই বলে দিচ্ছি লাইনার পড়ে। দিস ইজ ভেরি সারপ্রাইজিং। অ্যাকচুয়ালি আই অ্যাম লিভিং দ্য ক্যারেক্টার।”

স্বস্তিকা আগে কাজ করেছেন ‘ভজ গোবিন্দ’ এবং ‘বিজয়িনী’ ধারাবাহিকে। আগের মতোই কিছু চালানো শিখতে হল? স্বস্তিকা হাসলেন,“ভজ গোবিন্দ’-তে রিকশা ছিল, ‘বিজয়িনী’-তে টোটো, এখানে স্কুটি। এক স্টেপ করে বাড়ছে। পরের ধারাবাহিকে ট্রাক বা এরকম কিছু আসতে চলেছে। হা হা...”

ক্রুশালের সঙ্গে স্বস্তিকার প্রথম কাজ। তাঁর বিষয়ে স্বস্তিকা বললেন, “রিয়েল লাইফে ক্রুশাল আহুজা যেরকম, সিরিয়ালের কর্ণ সেনও ঠিক সেরকম। মনে হবে এই চরিত্রটা ওর পশচার, জেস্চার ভেবেই যেন লেখা হয়েছিল। ওকে মাঝে মাঝে বলি, ‘ক্রুশল ইউ আর ভেরি ক্রুশিয়াল।’ হা হা হা...”

সোম থেকে শুক্রবার রাত ১০টায় ধারাবাহিকটি দেখা যাবে জি বাংলায়। শুরু হচ্ছে আজ, সোমবার।

আরও পড়ুন-কালো ক্রপ টপে হিন্দি গানের সঙ্গে নুসরতের নাচ, দেখুন ভিডিয়ো

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement