প্রেক্ষাগৃহে ১০০ দিন সম্পূর্ণ করল ‘মানিকবাবুর মেঘ’। ছবি: সংগৃহীত।
‘মানিকবাবুর মেঘ’ ছবিটির মুকুটে নতুন পালক। শনিবার শহরের প্রেক্ষাগৃহে ১০০ দিন সম্পূর্ণ করল ছবিটি। বাজেট কম। তথাকথিত তারকা নেই। তা সত্ত্বেও অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির দীর্ঘ সফর ইন্ডাস্ট্রির উদ্দেশে ইতিবাচক বার্তাই পৌঁছে দিচ্ছে।
পুজোর আগে জানা গিয়েছিল, চন্দন সেন অভিনীত ছবিটি নন্দন থেকে সরে যাবে। কিন্তু তার পরেও কর্তৃপক্ষ ছবিটিকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে একশো দিনে দাঁড়িয়ে ছবিটি। ছবির অন্যতম প্রযোজক বৌদ্ধায়ন মুখোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘এটা অনেকটা মানিকবাবুর মেঘ না চাইতেই জল পাওয়ার মতো পরিস্থিতি। নন্দন কেন ছবিটা এখনও দেখাচ্ছে, তা আমার জানা নেই। কিন্তু, তাঁরা জায়গা দেওয়ায় আমরা কৃতজ্ঞ। ছবিটা যে দর্শক এখনও দেখতে আসছেন, সেটা আমরা প্রত্যেকেই তারিয়ে তারিয়ে উপভোগ করছি।’’
অভিনন্দনের প্রথম ছবি ‘মানিকবাবুর মেঘ’। তিনি কি শুরুতে একশো দিনের এই মাইলফলক আশা করেছিলেন? অভিনন্দন বললেন, ‘‘আশা করিনি। কিন্তু, আজকে খুবই ভাল লাগছে।’’ অভিনন্দন বিশ্বাস করেন, ছবি যদি ভাল হয়, তা হলে দর্শক সেই ছবি সময়-সুযোগ করে দেখে নেন। বললেন, ‘‘অনেকেই ছবিটা দেখে কবিতা লিখেছেন, ছবি এঁকেছেন। সমাজমাধ্যমে পোস্ট করেছেন, আমাকে পাঠিয়েছেন। অনেক দিন পর কোনও বাংলা ছবিকে ঘিরে এই উৎসাহ ছবিকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিয়েছে।’’
বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবি যে প্রেক্ষাগৃহে সফল হয় না, এমন ধারণা অনেকটাই বদলে দিয়েছে তাঁর ছবি। এই ছবির সাফল্য বাংলা ইন্ডাস্ট্রির নতুন চলচ্চিত্র নির্মাতাদের প্রেরণা জোগাবে বলেই মনে করছেন অভিনন্দন। বললেন, ‘‘এ রকম একটা ছবির সাফল্যে নতুন প্রযোজকেরা বিনিয়োগ করতে সাহস পান। ফলে রথের চাকাটাও ধীরে ধীরে এগোতে থাকে।’’
নন্দন সূত্রে খবর, আগের তুলনায় টিকিট বিক্রি কমলেও ছবিটি দেখতে দর্শক প্রেক্ষাগৃহে আসছেন। তবে ছবিটি এখনও প্রদর্শিত হচ্ছে বলে ছবির ব্যবসা নিয়ে নির্মাতারা কোনও তথ্য প্রকাশ করতে ইচ্ছুক নন। চলচ্চিত্রবিদ্যার গবেষক ও অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় ‘মানিকবাবুর মেঘ’ দেখেছেন। তাঁর মতে, গান বা তারকা ছাড়াও যে ছবি সফল হতে পারে, এই ছবিটি তার অন্যতম নিদর্শন। কথাপ্রসঙ্গেই তিনি তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ ছবিটির উল্লেখ করলেন। বললেন, ‘‘মানবিক গল্প বলতে পারলে সেটা কিন্তু দর্শকের মন জয় করে নেয়। ‘পথের পাঁচালী’তে সত্যজিৎ রায় বাজেট ঠিক রাখতে সংলাপ কমিয়ে দিয়ে শব্দকে ব্যবহার করেছিলেন। তার পরেও কিন্তু ছবি দর্শকের পছন্দ হয়।’’ বর্তমান সমাজে বড় শহরে একজন নিঃসঙ্গ মানুষের কষ্টকে আবহসঙ্গীতের মাধ্যমে যে ভাবে তুলে ধরা হয়েছে, তা দর্শকের মন ছুঁয়েছে বলেই মনে করছেন সঞ্জয়।
মুম্বই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। আগামী ২৩ অক্টোবর ‘চলচ্চিত্র উৎসব থেকে বক্স অফিস’ শীর্ষক আলোচনচক্রে থাকছে তিনটি ছবি, যার মধ্যে ‘মানিকবাবুর মেঘ’ অন্যতম। এ ছাড়াও থাকছে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি জয়ী ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ় লাইট’। বৌদ্ধায়নের কথায়, ‘‘এটাও আমাদের কাছে অন্যতম প্রাপ্তি।’’