SSC recruitment scam

SSC Scam and tollywood: নিয়োগ দুর্নীতির টাকায় বাংলা ছবি তৈরি করেছেন? মুখ খুললেন পরিচালক

জীবনের প্রথম প্রযোজক এখন সিবিআই হেফাজতে। সাম্প্রতিক ঘটনায় তাজ্জব পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৭:৩০
Share:

এসএসসি দুর্নীতি মামলায় ধৃত 'জেনানা' ছবির প্রযোজক প্রসন্নকুমার রায়।

শনিবার এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় আরও এক ‘মিডলম্যান’-কে গ্রেফতার করেছে সিবিআই৷ ধৃতের নাম প্রসন্নকুমার রায়। কিন্তু কে এই প্রসন্নকুমার? টলিউডের সঙ্গেই বা তাঁর যোগ কতটা?

Advertisement

খোঁজ নিল আনন্দবাজার অনলাইন। জানা গিয়েছে ‘ফিল্মস বি আইডিয়াল’ নামক একটি প্রযোজনা সংস্থা চালাতেন প্রসন্ন। দু’টি ছবিও প্রযোজনা করেছিলেন। তার মধ্যে একটি ছবির নাম ‘জেনানা’। যে ছবি পরিচালনা করেন বর্ষালী চট্টোপাধ্যায়।

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় পরিচালকের সঙ্গে। তিনি জানান, প্রসন্নবাবু যে বিপুল সম্পত্তির মালিক, তা তিনি আন্দাজ করেছিলেন। কিন্তু কোনও রকম দুর্নীতির সঙ্গে যে তিনি জড়িত থাকতে পারেন, সে ধারণা ছিল না।

Advertisement

‘জেনানা’র পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়।

বর্ষালী বলেন, ‘‘আমার প্রথম ছবি ‘জেনানা’র জন্য তখন প্রযোজকের সন্ধানে ছিলাম। তখনই আলাপ হয় প্রসন্নবাবুর সঙ্গে। ওঁর গাড়ির ব্যবসা ছিল। নিউটাউনে রাস্তার ধারে হোটেলেও ছিল। তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ আছে বলে জানতাম না। আমি সত্যিই অবাক হয়েছি। ভাল মানুষ বলেই তো জানতাম এত দিন।’’

সম্প্রতি মুক্তি পেয়েছে বর্ষালীর পরিচালিত ছবি ‘কুলপি’। জীবনের প্রথম প্রযোজক সংক্রান্ত এমন তথ্য প্রকাশ্যে আসার পর খানিকটা হতাশ পরিচালক।

তবে দুর্নীতির সঙ্গে টলিউডের যোগ নতুন নয়। এর আগেও সারদা কাণ্ডে বা ‘রোজ ভ্যালি’র সঙ্গে জুড়ে ছিল একাধিক ছবির নাম। বহু ছবির শ্যুটিং মাঝপথে বন্ধ হয়ে যায়। সে সময়ও একাধিক পরিচালক-অভিনেতা-অভিনেত্রীর নাম জড়িয়েছিল। তবে টলিউডে বেশির ভাগ ছবির প্রযোজকেরই আয়ের উৎস নিয়ে কোনও রকম স্পষ্ট ধারণা থাকে না ছবির কলাকুশলীর। তাই অনেকে অজান্তেই এমন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। অন্তত এমনটাই মত বর্ষালীরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement