নায়িকার নব প্রেম? প্রতীকী চিত্র।
নায়িকাকে নিয়ে রটনার শেষ নেই। তিনি ভালবাসায় ভাসতে ভালবাসেন। ফলে, তাঁর জীবনে প্রেমিকের নিত্য আনাগোনা। তাই নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপও নেই তাঁর। কারণ, নায়িকা তাঁর ঘনিষ্ঠদের কাছে অকপটে স্বীকার করেছেন, মৃত্যুর আগের মুহূর্তেও তিনি প্রেমের পরশ নেবেন। তার পর না হয় বিদায়ের কথা....!
ফলে, তাঁর জীবনে আবারও নতুন প্রেম, নতুন পুরুষ। এ বার কোনও মডেল বা ব্যবসায়ী নন। এ বার জিম ইন্সট্রাক্তার, যিনি শরীরচর্চায় মেতে থাকতে ভালবাসেন।
বাংলা নববর্ষের পরে নাকি এই নতুন প্রেমের সূত্রপাত। প্রেমের বয়স নেই। প্রেম পরিস্থিতিও বোঝে না। ফলে, কাছাকাছি আসতে দু’জনে বেশি সময় নেননি। ব্যতিক্রম, এ বার আর নায়িকা ঢাকঢোল পেটাননি। যতই হোক, চতুর্থ (নাকি ষষ্ঠ) প্রেম বলে কথা! কিন্তু এ সব কি আর চাপা থাকে? বিশেষ করে তাঁর শরীরচর্চার ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, নায়িকার এত ছবি, এত ভিডিয়ো তুলছে কে? কারণ, তার আগেই এক পরিচালকের সঙ্গে সদ্য প্রেমের গুঞ্জনে জড়িয়েছিলেন তিনি। সে সব পর্ব নাকি অতীত।
কিন্তু চর্চা অন্য বিষয় নিয়ে। নায়িকা নাকি প্রাক্তন স্বামীকে কিছুতেই ছাড়তে চাইছেন না!
অনেক গুলো বছর ধরে আইনি ভাবেই তাঁকে আটকে রেখেছেন। কখনও বিরাট অঙ্কের খোরপোশ দাবি করে, কখনও অন্যান্য অজুহাতে। প্রাক্তনও তিক্ত অতীত ভুলে নতুন জীবন শুরু করতে চান, সে কথাও ছড়িয়েছে। নায়িকা কি সেই কারণেই বিচ্ছেদের কাগজে সই করছেন না? নাকি, আবারও ফিরতে চান চেনা ঠিকানায়? নারীর মন কে-ই বা কবে বুঝেছে!