(বাঁ দিকে) অরিন্দম শীল। উষসী চক্রবর্তী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
এক দিকে, শহরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চলছে। অন্য দিকে, টলিপাড়ায় একে একে নারীনিগ্রহের খবর প্রকাশ্যে আসছে। শনিবার রাতেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে এসেছে। শুটিং ফ্লোরে এক অভিনেত্রীকে হেনস্থার অভিযোগে ডিএইআই (ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া) এর তরফে পরিচালককে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে।
টলিপাড়ায় একাধিক নারী নির্যাতনের ঘটনায় চিন্তিত উষসী চক্রবর্তী। তবে কোনও নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে তিনি কোনও মন্তব্য করতে নারাজ। বরং সামগ্রিক পরিস্থিতি নিয়ে অভিনেত্রী চিন্তিত। উষসী বললেন, ‘‘এটা একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে! আর শুধু সিনেমা ইন্ডাস্ট্রির দিকে আঙুল তুলে লাভ নেই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীকে হেনস্থা এবং বৈষম্যের শিকার হতে হয়। সম্মিলিত ভাবেই আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’’
সম্প্রতি টলিপাড়ার অভিনেত্রীদের একাংশের উদ্যোগে তৈরি হয়েছে ‘উইমেনস' ফোরাম অফ স্ক্রিন ওয়ার্কার্স প্লাস’ নামে একটি কমিটি। সেই কমিটিতে ইতিমধ্যেই ১৪৭ জন মহিলা শিল্পী স্বাক্ষর করেছেন। উষসীর কথায়, ‘‘এক দিনে সব কিছু বদলে ফেলা সম্ভব নয়। ফোরামের তরফে আমরা বেশ কিছু দাবি জানিয়েছি।’’ একই সঙ্গে উষসী জোর গলায় জানালেন, পুরুষ মাত্রেই যে খারাপ, তা তিনি বিশ্বাস করেন না। তাঁর কথায়, ‘‘মহিলাদের জন্য এমন একটা সমাজ গড়ে তুলতে হবে, যেখানে তাঁরা সুরক্ষিত বোধ করবেন।’’
তবে কারও বিরুদ্ধে অভিযোগ জানানোর ক্ষেত্রে, অভিযোগ জানানোর পর সংশ্লিষ্ট মহলকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন উষসী। কথাপ্রসঙ্গেই কয়েক বছর আগে ইন্ডাস্ট্রিতে ‘হ্যাশট্যাগ মিটু’ আন্দোলনের প্রসঙ্গ উত্থাপন করলেন অভিনেত্রী। উষসীর যুক্তি, ‘‘তখন কিছু ক্ষেত্রে আন্দোলন লঘু হয়ে গিয়েছিল। কিন্তু এ বার যাতে বিষয়টার গুরুত্ব বুঝে প্রত্যেকে এগিয়ে আসেন, সেটাই লক্ষ্য হওয়া উচিত।’’
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নিয়মিত মিছিল এবং জমায়েতে অংশ নিচ্ছেন তারকারা। টলিপাড়ায় হেনস্থার প্রতিবাদে সমান্তরাল ভাবে যে আন্দোলন শুরু হল, তা কি প্রতিবাদের অভিমুখ বদলে দিতে পারে? উষসীর মতে, দুটো আন্দোলন পরস্পরের পরিপূরক ও সম্পূরক। তিনি বললেন, ‘‘শুরু থেকে যাঁরা ছিলেন, তাঁরা তো নিয়মিত প্রতিবাদে অংশ নিচ্ছেন। আমরা আছি এবং থাকব।’’
তবে আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আগামী দিনে সামাজিক প্রতিবাদের স্বর আরও বাড়বে বলেই মনে করছেন উষসী। বললেন, ‘‘আরজি কর দেখিয়েছে, চিকিৎসা ক্ষেত্রে একজন মহিলা সুরক্ষিত নন। সেখানে অভিনেত্রীদের অবস্থা আরও কঠিন। তাই সকলে মিলে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’’