Soumitrisha Kundu

শুটিংয়ের জন্য এই প্রথম দার্জিলিঙে সৌমিতৃষা, সেখান থেকে কী নিয়ে ফিরতে চান অভিনেত্রী?

দার্জিলিঙে শুটিং করছেন সৌমিতৃষা কুন্ডু। বর্ষার শৈলশহর মন জয় করে নিয়েছে অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৪ ১৫:২৫
Share:

সৌমিতৃষা কুণ্ডু। ছবি: সংগৃহীত।

অল্পবিস্তর বৃষ্টিতে ভিজছে কলকাতা শহর। এ দিকে কলকাতা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। দার্জিলিঙে রয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে তার ঝলক মিলেছে। পাহাড়ে কেমন সময় কাটছে অভিনেত্রীর? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

সোমবার সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সৌমিতৃষা। কখনও তাঁর নেপথ্যে শৈলশহরের বিখ্যাত বড় ঘড়ি উঁকি দিয়েছে, আবার কখনও নামী হোটেলের শুভেচ্ছাবার্তায় আপ্লুত হয়েছেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে সৌমিতৃষা জানান, দিন চারেক আগে তিনি দার্জিলিঙে পৌঁছেছেন। উপলক্ষ ছিল অভিনেত্রীর নতুন ছবি ‘১০ই জুন’-এর শেষ পর্বের আউটডোর। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সৌরভ দাস।

এই মুহূর্তে দার্জিলিঙে বর্ষা। তার মধ্যেই চ্যালেঞ্জ নিয়ে শুটিং সেরেছে ইউনিট। সৌমিতৃষা জানালেন, কাজের ব্যস্ততায় আলাদা করে ঘোরার সময় পাননি। বললেন, ‘‘হোটেলের কাছেই গ্লেনারিজ়। তাই একটু ছাতা মাথায় গিয়েছিলাম। কেক খেলাম।’’

Advertisement

সৌমিতৃষা ছোট থেকে বেশ কয়েক বার দার্জিলিঙে ঘুরতে গিয়েছেন। তবে অভিনেত্রী জানালেন, ছবির শুটিংয়ে এই প্রথম তিনি ‘কুইন অফ দ্য হিলস্‌’-এ। ‘প্রধান’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিতৃষা। তবে সেই ছবিতে তাঁর আউটডোর হয়েছিল ডুয়ার্সে। অভিনেত্রীর কথায়, ‘‘বর্ষার দার্জিলিঙের একটা অন্য রকম সৌন্দর্য রয়েছে। আমার খুব ভাল সময় কেটেছে।’’

কলকাতায় এখন আর্দ্রতার কারণে বেশ গরম। সেখানে দার্জিলিঙে ঠান্ডা। ছোট থেকেই তাঁর পাহাড় পছন্দ। সৌমিতৃষার কথায়, ‘‘আমি তো ভাবছিলাম, একটু ঠান্ডা বা একটা পাহাড় যদি ব্যাগে করে নিয়ে আসতে পারতাম! তবে আমি হিংসুটে নই। বাকিদের সঙ্গেও সেটা ভাগ করে নিতাম।’’

সোমবারেই সৌমিতৃষা কলকাতায় ফিরছেন। জানালেন, ফিরে এসে বেশ কিছু নতুন কাজ নিয়ে বৈঠক সারবেন। তবে কোনও প্রজেক্ট চূড়ান্ত না হওয়া পর্যন্ত এখনই সে প্রসঙ্গে কথা বলতে নারাজ অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement