Devlina Kumar’s birthday

উদ্‌যাপনে আগ্রহী নন, সময় দেবেন পরিবারকে, জন্মদিনে দেবলীনাকে কী উপহার দিলেন গৌরব?

শুক্রবার অভিনেত্রী দেবলীনা কুমারের জন্মদিন। বিশেষ দিনে একাধিক পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০
Share:

দেবলীনা কুমার। ছবি: সংগৃহীত।

শুক্রবার সকালে প্রথমে তাঁকে ফোনে পাওয়া যায়নি। পরে অভিনেত্রী দেবলীনা কুমারকে যখন পাওয়া গেল, জানালেন তিনি জিমে ছিলেন। কিন্তু শুক্রবার যে অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনেও ফিটনেসে ফাঁকি রাখতে নারাজ দেবলীনা। বললেন, ‘‘জন্মদিন তো নিজের দিন। আমি যেটা করতে পছন্দ করি, সেটা বাদ রাখি কী ভাবে!’’

Advertisement

জন্মদিনটা প্রত্যেকেই পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন। অভিনেত্রী দেবলীনা কুমারও তার ব্যতিক্রম নন। বৃহস্পতিবার রাত থেকেই উদ্‌যাপনের শুরুয়াত। শুক্রবার অভিনেত্রীর স্বামী গৌরব চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে দেবলীনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে জন্মদিনের দিনটা একটু ছিমছাম ভাবেই পালন করতে পছন্দ করেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনকে দেবলীনা বললেন, ‘‘আমাকে দেখে মনে হলেও আমি খুব একটা পার্টি করতে পছন্দ করি না। তাই জন্মদিনটাও পরিবারের সঙ্গেই কাটাব।’’

জন্মদিনে দেবলীনাকে কেক খাইয়ে দিচ্ছেন গৌরব। ছবি: সংগৃহীত।

দেবলীনা জানালেন, বৃহস্পতিবার রাতে গৌরবের সঙ্গে তিনি কেক কেটেছেন। জন্মদিনের দিন স্বামীর সঙ্গে দুপুরে খেতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে ভারী কিছু খেতে নারাজ। কারণ রাতে বাড়িতে কাছের কয়েক জন মানুষকে নিমন্ত্রণ করেছেন দেবলীনা। তাঁদের মধ্যে তাঁর টিম ছাড়াও ছাত্রছাত্রীরাও রয়েছেন। থাকবে দুই পরিবারের সদস্যেরাও। দেবলীনার কথায়, ‘‘জলখাবারে প্রচুর খাবার খেয়েছি। আবার রাতের মেনুতে বিরিয়ানি রয়েছে। তাই দুপুরে আমি আর গৌরব একটা হালকা কিছু খেতে চাই।’’

Advertisement

পোশাক নিয়ে বিশেষ একটা ছুতমার্গ নেই দেবলীনার। কিন্তু পছন্দ করেন গয়না। গৌরবও তা জানেন। তাই বিশেষ দিনে স্ত্রীকে তিনি একটি নেকলেস উপহার দিয়েছেন। পাশাপাশি বিশেষ দিনে অন্য প্রাপ্তিও রয়েছে দেবলীনার। বললেন, ‘‘আমার মাসতুতো ভাই এ বার লন্ডন থেকে আসছে। তাই সব মিলিয়ে আশা করছি আজকের দিনটা ভালই কাটবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement