অনুরাধা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
ইন্ডাস্ট্রিতে এক অর্থে নতুন। তবে গত বছর ‘নীহারিকা’ ছবিতে প্রশংসিত হয়েছিলেন অনুরাধা মুখোপাধ্যায়। রবিবার ছবিমুক্তির এক বছরে নিজের মনের কথা জানালেন অভিনেত্রী।
ইন্দ্রাশিস আচার্য পরিচালিত এই ছবিতে দীপা চরিত্রে অভিনয় করেছিলেন অনুরাধা। রবিবার চরিত্রটিকে নিয়ে সমাজমাধ্যমে একটি বিশেষ পোস্টও করেছেন অভিনেত্রী। বললেন, ‘‘খুবই অল্প দিন ইন্ডাস্ট্রিতে রয়েছি। অন্যতম কঠিন চরিত্র। এক কথায় বলা যায়, আমি দীপাকে ভালবাসি।’’
অনুরাধার মতে, এক বছর অতিক্রান্ত হলেও ‘নীহারিকা’র সফর এখনও শেষ হয়নি। এখনও বিভিন্ন মহল থেকে প্রশংসিত এবং সম্মানিত হচ্ছেন তিনি। অনুরাধার কথায়, ‘‘অনেকেই বলেছেন, চরিত্রটা যেন কোনও উপন্যাসের পাতা থেকে উঠে এসেছে। আবার বড়দের মধ্যে অনেকেই অল্প বয়সে এ রকম জটিল চরিত্রে কী ভাবে অভিনয় করলাম, তা জানতে চেয়েছেন।’’
প্রশংসিত হয়েছেন। অনুরাধার মতে, নতুনদের দিয়েও যে কেন্দ্রীয় চরিত্র সম্ভব, এই ছবি তাঁকে সেই বিশ্বাস জুগিয়েছে। কিন্তু তার প্রতিফলন কেরিয়ারে কি দেখতে পেয়েছেন? অনুরাধা বললেন, ‘‘সত্যি বলতে, যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। আমি আরও একটু বেশি আশা করেছিলাম।’’ কিন্তু কারণ কী? অনুরাধার মতে, ইন্ডাস্ট্রিতে একটি নির্দিষ্ট পদ্ধতিতে কাজ হয়। তিনি কোনও গোষ্ঠীর অংশ নন বলেই কাঙ্ক্ষিত সুযোগ আসছে না। অনুরাধার কথায়, ‘‘আমি ওই সিস্টেমের অংশ হতে পারিনি। আমার মতো আরও অনেকেই এই লড়াইটা করছেন। আরও কত বার নিজেকে প্রমাণ করতে হবে, জানি না।’’
এই মুহূর্তে ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকে অনুরাধাকে দেখছেন দর্শক। সম্প্রতি, বিদুলা ভট্টাচার্যের নতুন ছবির শুটিং শেষ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’ ও জয়ব্রত দাসের ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। অর্জুনের ছবিটির প্রসঙ্গ উত্থাপন করলেন অনুরাধা। বললেন, ‘‘‘ডিপ ফ্রিজ’ ছবিতে আমি তো আবীরদার (আবীর চট্টোপাধ্যায়) বিপরীতে। নতুন হিসেবে আমার উপর ভরসা রাখার জন্য পরিচালককে ধন্যবাদ।’’