Entertainment News

ভাল মানুষরা বড্ড তাড়াতাড়ি চলে যান, বললেন দেব

প্রচুর মানুষের জন্য কাজ করেছেন। অনেক মানুষকেই ঢাক না পিটিয়েই সাহায্য করতে দেখেছি ওঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সকালবেলা এরকম একটা খবর পাব, একেবারেই আশা করিনি। টালিগঞ্জ পাড়া থেকে লোকসভা, সব জায়গাতেই এই মানুষটার সাহচর্য পেয়েছি। ‘চ্যালেঞ্জ-২’ আর ‘মন মানে না’ ছবিতে ওঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমাদের প্রজন্মের কাছে তাপস পাল এমনই একজন অভিনেতা, যিনি বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতেও কাজ করেছেন, আবার একেবারে মূল ধারার কমার্শিয়াল ছবিতেও দাপিয়ে অভিনয় করেছেন। আমাদের প্রজন্ম অভিনেতা বলতে তাপস পালের অভিনয় দেখেই বড় হয়েছে।

Advertisement

এই অভিনয় জগতের বাইরেও ওঁকে দেখেছি, এক জন অসম্ভব ভাল মানুষ হিসেবে। প্রচুর মানুষের জন্য কাজ করেছেন। অনেক মানুষকেই ঢাক না পিটিয়েই সাহায্য করতে দেখেছি ওঁকে।

তবে ওঁর শেষটা খুব খারাপ হল। এত ভাল মানুষ, এ রকম পরিণতি কেন হবে? হঠাৎ করেই কেন চলে যাবেন? এটা তো যাবার বয়স নয়। আমরা হয়তো আরও কাজ করতে পারতাম এক সঙ্গে। সেটা আর হল না। ভাল মানুষরা বড্ড তাড়াতাড়ি চলে যান।

Advertisement

আরও পডু়ন: তাপস পালের জীবনাবসান, শোকস্তব্ধ অভিনয় জগৎ

আরও পড়ুন: ‘উত্তমকুমারের পর অন্যতম সেরা অভিনেতা তাপসদা’, স্মৃতিচারণায় রচনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement