Bappi Lahiri

Bappi Lahiri: মেয়ের কোলেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি, বিদেশ থেকে ফিরছেন ছেলে বাপ্পা

গত প্রায় এক মাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি ফেরেন বাপ্পি। মঙ্গলবার ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩২
Share:

মেয়ের কোলে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি।

দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে শেষ হয়েছে লড়াই। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। মেয়ে রেমা লাহিড়ির কোলে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরকার-গায়ক।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রয়াত শিল্পীর বন্ধু বলেছেন, “রেমার কোলে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পিদা। ওর সঙ্গেই শেষ কথা বলেন তিনি। ওঁর পরিবার ভেঙে পড়েছে।” সেই ব্যক্তি জানিয়েছেন, বাপ্পির শেষকৃত্যের জন্য আমেরিকা থেকে দেশে ফিরছেন ছেলে বাপ্পা।

Advertisement

জানা গিয়েছে, গত প্রায় এক মাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি ফেরেন বাপ্পি। মঙ্গলবার ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। গানদরিয়া পেরিয়ে চলে গেলেন বলিউডের ‘ডিস্কো কিং’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement