বাংলাদেশের মন্ত্রী মুরাদ এবং মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশালীন ফোনালাপ ফাঁসের পর তাঁকে নিয়ে বাংলাদেশ উত্তাল। ধারাবাহিক ভাবে নারী অবমাননায় অভিযুক্ত তিনি। দেশ ছেড়েছিলেন চুপিচুপি। কিন্তু শেষ রক্ষা হল না। বাংলাদেশের সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান কানাডার উদ্দেশে রাতের বিমানে চড়লেও তাঁকে ঢুকতেই দেওয়া হল না সেদেশে। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে পত্রপাঠ।
কানাডার সরকারি সূত্র থেকে এ বিষয়ে এখনও কিছু জানা না গেলেও স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে এই সংবাদ।
জানা গিয়েছে শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা মুরাদ হাসানকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন। তাঁকে জানানো হয় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় অনেক কানাডার নাগরিক কানাডায় মুরাদ হাসানের প্রবেশে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন।
সূত্রের খবর, শেষ পর্যন্ত মুরাদকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয়েছে।