Pori Moni on Mahiya Mahi's arrest

‘এইটা কোনও কথা না ভাই’, অন্তঃসত্ত্বা অভিনেত্রী মাহির জন্য গর্জে উঠলেন পরীমণি

প্রায় ধাক্কা দিয়ে নামানো হচ্ছে পুলিশ ভ্যান থেকে অন্তঃসত্ত্বা অভিনেত্রী মাহিয়া মাহিকে। ছবি দেখে কী দাবি তুললেন পরীমণি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২১:০২
Share:

মাহির ছবি গর্জে উঠলেন পরীমণি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

‘‘বুক কাঁপল না আপনাদের!’’ ন’মাসের অন্তঃসত্ত্বা বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি। তাঁকে প্রায় ধাক্কা দিয়ে নামানো হচ্ছে পুলিশ ভ্যান থেকে। ছবি দেখে গর্জে উঠলেন আর এক অভিনেত্রী পরীমণি। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় মাহিকে। কিন্তু কী কারণে গ্রেফতার করা হয় মাহিয়া মাহিকে?

Advertisement

শুক্রবার রাতে নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন। নায়িকার অভিযোগ, তাঁর স্বামীর গাড়ির শোরুমে ভাঙচুর চালিয়েছেন প্রতিবেশী ইসমাইল হোসেন ওরফে লাদেন এবং মামুন সরকারের লোকজন৷ যদিও মাহির সেই অভিযোগ ধোপে টেকেনি৷ উল্টে সেই প্রতিবেশী মাহি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। ডিজিটাল নিরাপত্তা আইন ভাঙার অভিযোগে নায়িকাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রপলিটন পুলিশ৷

তবে এই মুহূর্তে মাহিকে নিয়ে সকলের একটাই চিন্তা, তিনি ন’মাসের অন্তঃসত্ত্বা। পরীমণির আগে অভিনেত্রী জয়া আহসানও সমবেদনা জানিয়েছেন মাহির প্রতি। তবে এ বার পরীর দাবি, মুক্ত করা হোক মাহিকে। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘এইটা কোনও কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাবো আমরা। দেখছেন মাহীর দিকে। বুক কাঁপল না আপনাদের! একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে! আইনের এই খেলা বন্ধ হোক। মাহিকে অনতিবিলম্বে মুক্তি দেয়া হোক।’’ এই মামলায় অভিযুক্ত মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার এখনও পলাতক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement