Pori Moni Sariful Raaz

‘আমার বাসার দারোয়ানই ঢুকতে দেবে না’, বাড়িতে রাজের আসা নিয়ে উল্টো সুর পরীমণির

“তার বিয়ার খবরের চাপ ঢাকল আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!” কেন বললেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ২০:৫৯
Share:

(বাঁ দিকে) শরিফুল রাজ। পরীমণি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সম্প্রতি খবর পাওয়া গিয়েছে, পরীমণির বাড়িতে হাজির হয়েছিলেন তাঁর প্রাক্তন স্বামী শরিফুল রাজ। এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলে পুণ্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ। নিজেই এ কথা স্বীকার করেছিলেন অভিনেত্রী। শোনা গিয়েছিল, রাজকে নিজের হাতে রান্না করে খাইয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এ বার উল্টো সুর গাইলেন পরীমণি।

Advertisement

ফেসবুকে লিখলেন, “যাকে আমার বাসার দারোয়ানই দরজায় অনুমতি দেয় না, সে স্বপ্নে আমার রান্না খায়!” অভিনেত্রীর এই পোস্টে এক জন জিজ্ঞেস করেন, কে রান্না খেয়েছে? জবাবে অভিনেত্রী লেখেন, “আছে এক টোকাই। তার বিয়ার খবরের চাপ ঢাকল আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!”

এর আগে অভিনেত্রী বলেছিলেন “আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি।” এ-ও জানিয়েছিলেন, রাজকে পুণ্য তার বাবা হিসাবে চিনতেই পারেনি। অথচ আগে বাবা ছাড়া কিছুই বুঝত না পুণ্য।

Advertisement

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘‘অন্য একটি কারণে সে বাড়িতে আসে। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বারণ ছিল, যাতে বাড়িতে না ঢোকে।’’ অভিনেত্রী আরও যোগ করলেন, ‘‘কিন্তু কিছু দিন আগে হঠাৎই ও আমার বাড়িতে আসে। বাড়ি ছাড়ার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল ওর। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেক ক্ষণই ছিল। এলে তো আর বার করে দিতে পারি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement