রণবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়ে কী জানালেন মেহজ়বীন? ছবি: সংগৃহীত।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক চায় ভারত। ঢাকায় বিদেশসচিব পর্যায়ের বৈঠক শেষে নয়াদিল্লির এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। যদিও সমাজমাধ্যমে একের পর এক ভারত-বিদ্বেষী পোস্ট, ভারতীয় পতাকার অবমাননা, সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত সরকার। পাল্টা ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তোপ দেগেছেন বাংলাদেশের পরিচালক মোস্তফা শরিয়ার ফারুকী। কিন্তু শিল্পীদের মধ্যে যেন কোনও কাঁটাতারের বেড়া নেই, নেই দ্বেষ। আরব দেশে ভারতীয় তারকার সঙ্গে নিজস্বীতে বন্দি হয়ে তেমনই উচ্ছ্বাস ও পার বাংলার অভিনেত্রী মেহজ়বীন চৌধুরীর।
রণবীর কপূরের নিজস্বীতে বাংলাদেশি অভিনেত্রী মেহজ়বীন চৌধুরী। ছবি: সংগৃহীত।
দিন তিনেক আগে বাংলাদেশের আর এক অভিনেত্রী সঞ্জনা মেহরান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে একটি পোস্ট দিয়ে লেখেন। সেখানেও দু’দেশের সম্পর্ক নিয়ে একাংশ নাগরিকের চাপানউতরকে কটাক্ষ করেই তিনি লেখেন, “ভারত দখল কি হয়ে গিয়েছে? না, ইয়ে মানে দখলের পর এই কিউট ছেলেটিকে আমার হাতে তুলে দেবেন। অনি শুধু আমার।” পাশে একাধিক হৃদয়ের চিহ্ন। সঙ্গে ‘অনি’র ছবি, তা থেকেই বোঝা যায় ‘তিনি’ অনির্বাণ ভট্টাচার্য।
এ বার ভারতীয় তারকাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ, বলা যেতে পারে ‘ফ্যান গার্ল মুহূর্ত’ উপভোগ করলেন বাংলাদেশের অন্যতম চর্চিত অভিনেত্রী মেহজ়বীন। মেহজ়বীন ও রণবীর কপূর দু’জনেই এখন সৌদি আরবে রয়েছেন। সেখানকার এক চর্চিত চলচ্চিত্র উৎসবে রয়েছেন তাঁরা। রণবীরকে দেখা মাত্রই নিজে থেকেই নাকি এগিয়ে এসে কথা বলেন মেহজ়বীন। শোনা যাচ্ছে, মেহজ়বীন নিজেই তাঁর পরিচয় দেন রণবীরকে। কী কী ছবি করেছেন সে সব নিয়ে কথা হয়েছে রণবীরের সঙ্গে। তার পর নিজস্বী তুলেছেন। কুশল বিনিময়ও হয় তাঁদের। অভিনেত্রী নিজেই জানিয়েছেন তিনি নাকি রণবীরের অনুরাগী। সেই কারণে ওই মুহূর্তে তাঁর কাছে বিশেষ।