Ayushmann Khurana

সাভারকরের চরিত্রে আয়ুষ্মান?

দিনকয়েক আগেই ‘স্বতন্ত্র বীর সাভারকর’ নামে ছবিটির ঘোষণা করেন নির্মাতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২১ ০৭:২৯
Share:

আয়ুষ্মান খুরানা

মহেশ মঞ্জরেকরের পরিচালনায় অভিনয় করতে দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকে। বিনায়ক দামোদর সাভারকরের জীবন অবলম্বনে ছবি তৈরি করছেন মহেশ। প্রযোজনায় রয়েছেন সন্দীপ সিংহ। দিনকয়েক আগেই ‘স্বতন্ত্র বীর সাভারকর’ নামে ছবিটির ঘোষণা করেন নির্মাতারা।

Advertisement

সাভারকরের চরিত্রের জন্য এমন অভিনেতার খোঁজ করছিলেন প্রযোজক-পরিচালক, যিনি প্রয়োজনে নিজের ইমেজ ভাঙতে পারবেন, সহজে অন্য ভাষা রপ্ত করতে পারবেন। বড় বাজেটের ছবি হওয়ায় নামী মুখও দরকার ছিল নির্মাতাদের। প্রস্তাব গিয়েছিল রাজকুমার রাওয়ের কাছেও। কিন্তু তাঁর হাতে পরপর ছবির কাজ থাকায় তিনি সময় দিতে পারছেন না। অন্য দিকে, চিত্রনাট্য বেশ পছন্দ হয়েছে আয়ুষ্মানের। প্রজেক্টটি নিয়ে প্রযোজনা সংস্থা ও পরিচালকের সঙ্গে কথাবার্তাও চলছে তাঁর। সব ঠিকঠাক এগোলে বছরের শেষের দিকেই শুরু হবে শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement