বাংলা ছবিকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে শহরে ফিল্মের উৎসব

বাংলা ছবি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হলেও সেই ছবি আন্তর্জাতিক বাজারে পৌঁছয়না বলে ক্ষোভ প্রকাশ করেন প্রসেনজিৎ। সেই জায়গায় এই ফিল্ম ফেস্টিভ্যালকে চিহ্নিত করে তিনি বলেন,‘‘এই যে মেন্টরিং ওয়ার্কশপ যা ‘ফ্রেঞ্চ ল্যাব’‘প্রোদুইর ও সুদ’করছে কলকাতায় তা সত্যিই অভাবনীয়। এই নতুন মানুষদের কলকাতায় স্বাগত। কলকাতা মানুষকে ভালবাসা দিতে পারে।’’অভিনেতা ছুঁয়ে গেলেন কলকাতার হৃদয়কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ১৮:৫৬
Share:

রিমা দাস পরিচালিত অসমিয়া ছবি ‘বুলবুল ক্যান সিং’ ছবির একটি দৃশ্য।

বসুশ্রী সিনেমায় পা দিয়েই আবেগপ্রবণ তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘‘এই বসুশ্রী সিনেমা হল শুধু সিনেমার জন্য যে আর্টহাউজ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল করায় উদ্যোগী হল তাতে আমি খুবই খুশি। বাংলা ছবির আন্তর্জাতিক বাজারে পৌঁছনোর রাস্তাটা আজও স্বাভাবিক নয়। এই উদ্যোগ শপথ দাসের মতো তরুণরা নিচ্ছেন এটাই বড় বিষয়। খুব গুরুত্বপূর্ণ ছবি এসেছে এই ফেস্টিভ্যালে যা দেখাই যায় না। ইন্ডাস্ট্রির সবাই আসুক। ছবি দেখুক।’’ বললেন এই উৎসবের উদ্বোধক প্রসেনজিৎ।

Advertisement

বাংলা ছবি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হলেও সেই ছবি আন্তর্জাতিক বাজারে পৌঁছয়না বলে ক্ষোভ প্রকাশ করেন প্রসেনজিৎ। সেই জায়গায় এই ফিল্ম ফেস্টিভ্যালকে চিহ্নিত করে তিনি বলেন,‘‘এই যে মেন্টরিং ওয়ার্কশপ যা ‘ফ্রেঞ্চ ল্যাব’‘প্রোদুইর ও সুদ’করছে কলকাতায় তা সত্যিই অভাবনীয়। এই নতুন মানুষদের কলকাতায় স্বাগত। কলকাতা মানুষকে ভালবাসা দিতে পারে।’’অভিনেতা ছুঁয়ে গেলেন কলকাতার হৃদয়কে।

ফিল্ম ঘিরে নানা ভাবনায় সেজে উঠেছে এই উৎসব, যার উদ্বোধন হল রবিবার, ৫ জানুয়ারি।বুদ্ধদেব দাশগুপ্ত-র মাস্টারক্লাস আছে। ইরফানকে নিয়েঅসীম ছাবড়াযে বই লিখেছেন তার উদ্বোধন হবে এখানেই। সিনেমা নিয়ে দুটো রাউন্ড টেবিল আছে। বাংলাদেশ থেকে রোকেয়া প্রাচী আসছেন জুরি হয়ে। প্রত্যেকটা ছবিই কলকাতায় প্রিমিয়ার। ফিল্মের এই উৎসব চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

দেখে নিন কী বললেন প্রসেনজিৎ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement